প্রত্যেক যুগে
প্রত্যেক যুগে মানুষ জন্মায়।
প্রত্যেক যুগে মানুষের গল্প
সময়ের সাথে সাথে
নদীর স্রোত হয়ে বয়ে যায়।
প্রত্যেক যুগেই মানুষ সুখ দুঃখের কথা বলে।
তাই প্রত্যেক যুগেই লেখক জন্মায়-
মানুষের গল্প সময়ের সাথে মানুষই লিখে যায়
কলমের কালির স্রোতে।
জন্ম, গল্প, কথা ও লেখা
এক সুতোয় গাঁথা।
মানুষ জন্মাবেই,
তাই তার সাথে জন্মাবে তার গল্প।
গল্পে কথোপকথন থাকবেই,
তাই লেখা হবে পাণ্ডুলিপি।
মৃত্যু মানুষের শেষ পরিণতি
কিন্তু মানুষ মরলে মানুষ জন্মাবেই-
এটা সূর্যের মতো সত্য।
তাই জন্মাবে তার গল্প, তার কথা...
জন্মাবে লেখক প্রত্যেক যুগে,
জন্মাবে লেখা প্রত্যেক যুগে!
প্রত্যেক যুগে মানুষের গল্প
সময়ের সাথে সাথে
নদীর স্রোত হয়ে বয়ে যায়।
প্রত্যেক যুগেই মানুষ সুখ দুঃখের কথা বলে।
তাই প্রত্যেক যুগেই লেখক জন্মায়-
মানুষের গল্প সময়ের সাথে মানুষই লিখে যায়
কলমের কালির স্রোতে।
জন্ম, গল্প, কথা ও লেখা
এক সুতোয় গাঁথা।
মানুষ জন্মাবেই,
তাই তার সাথে জন্মাবে তার গল্প।
গল্পে কথোপকথন থাকবেই,
তাই লেখা হবে পাণ্ডুলিপি।
মৃত্যু মানুষের শেষ পরিণতি
কিন্তু মানুষ মরলে মানুষ জন্মাবেই-
এটা সূর্যের মতো সত্য।
তাই জন্মাবে তার গল্প, তার কথা...
জন্মাবে লেখক প্রত্যেক যুগে,
জন্মাবে লেখা প্রত্যেক যুগে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২১/১২/২০২৩Vinno onuvuti
-
ফয়জুল মহী ২১/১২/২০২৩সুন্দর,
ভীষণ মুগ্ধ। -
বোরহানুল ইসলাম লিটন ২১/১২/২০২৩অনন্য!
-
অভিজিৎ হালদার ২০/১২/২০২৩ভালো।