মেকআপ
'পয়সা কোথায় যে দামি মেকআপ করবে'!
'আমার অন্তর বাহির সমান,
তাই মেকআপ করে কেচ্ছা ঢাকতে লাগে না।
সৌন্দর্য মনে, সৌন্দর্য হৃদয়ে,
এক কথায় রূপে নয়, গুণে'।
মানুষ বিচার হয় মান ও হুঁশ দিয়ে-
বিউটি পার্লার-এ কে কত খরচ করলো,
তা দিয়ে কখনোই নয়!
'আমার অন্তর বাহির সমান,
তাই মেকআপ করে কেচ্ছা ঢাকতে লাগে না।
সৌন্দর্য মনে, সৌন্দর্য হৃদয়ে,
এক কথায় রূপে নয়, গুণে'।
মানুষ বিচার হয় মান ও হুঁশ দিয়ে-
বিউটি পার্লার-এ কে কত খরচ করলো,
তা দিয়ে কখনোই নয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৮/১২/২০২৩বেশ সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/১২/২০২৩মেকআপে ভরপুর দুনিয়া।
-
আলমগীর সরকার লিটন ১০/১২/২০২৩সুন্দর বলেছেন কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/১২/২০২৩বেশ বলেছেন!
-
ফয়জুল মহী ০৮/১২/২০২৩মুগ্ধতা ছুয়ে গেলো কবি
অসাধারণ সুন্দর লিখেছেন