যুক্তি
এটা যুক্তির যুগ-
আবেগের কবিতার কোনো ঠাঁই নেই,
লেখো যুক্তির কবিতা।
সেটা কেমন?
উদাহরণ দিই।
আবেগের কবিতা-
তুমি এত সুন্দর যে
ঈশ্বরের সৌন্দর্য তোমার কাছে ম্লান।
যুক্তির কবিতা-
তুমি সুন্দর মন নিয়ে
আমার দুঃখে আমার পাশে দাঁড়াও।
আবেগের কবিতার কোনো ঠাঁই নেই,
লেখো যুক্তির কবিতা।
সেটা কেমন?
উদাহরণ দিই।
আবেগের কবিতা-
তুমি এত সুন্দর যে
ঈশ্বরের সৌন্দর্য তোমার কাছে ম্লান।
যুক্তির কবিতা-
তুমি সুন্দর মন নিয়ে
আমার দুঃখে আমার পাশে দাঁড়াও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৯/১২/২০২৩সুন্দর ভাবনার প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/১২/২০২৩অন্তরষ্পর্শী।
-
ফয়জুল মহী ০৭/১২/২০২৩অনুভূতির চমৎকার প্রকাশ। শুভকামনা রইলো।