মাথা ও অন্যান্য
১) মাথা
স্বামী। অন্যকে নিয়ে মাথা ঘামাও কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
স্বামী। অন্যকে নিয়ে এতো মাথা ব্যথা কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
২) নতুন বাংলা ছবি
হেলেন থেকে ভিলেন।
৩) মানুষ
ছেলে। সব ছেলে কি খারাপ হয়?
মা। আমি তো কেবল তোকেই মানুষ করেছি,
আমি কিভাবে জানবো বল?
ছেলে। কেন তুমি তো বাবাকেও মানুষ করেছো!
৪) এক্ট্রেস
'কোন এক্ট্রেস-এর মতো বৌ চাও'?
'এক্ট্রেস আমায় বেচে দেবে'।
৫) কাশি
'সারাদিন কেশেই চলেছো। এবারে কাশীর বিশ্বনাথ মন্দিরে গেলে কাশির কথা বলো'।
৬) সব ব্যাপারে
সব ব্যাপারে নাক গলানো।
এই স্বভাবের চিকিৎসা হল রিং গার্ড মলম।
স্বামী। অন্যকে নিয়ে মাথা ঘামাও কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
স্বামী। অন্যকে নিয়ে এতো মাথা ব্যথা কেন?
স্ত্রী। মাথা আছে তাই।
২) নতুন বাংলা ছবি
হেলেন থেকে ভিলেন।
৩) মানুষ
ছেলে। সব ছেলে কি খারাপ হয়?
মা। আমি তো কেবল তোকেই মানুষ করেছি,
আমি কিভাবে জানবো বল?
ছেলে। কেন তুমি তো বাবাকেও মানুষ করেছো!
৪) এক্ট্রেস
'কোন এক্ট্রেস-এর মতো বৌ চাও'?
'এক্ট্রেস আমায় বেচে দেবে'।
৫) কাশি
'সারাদিন কেশেই চলেছো। এবারে কাশীর বিশ্বনাথ মন্দিরে গেলে কাশির কথা বলো'।
৬) সব ব্যাপারে
সব ব্যাপারে নাক গলানো।
এই স্বভাবের চিকিৎসা হল রিং গার্ড মলম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/১২/২০২৩মুগ্ধ হয়ে পড়লাম!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৪/১২/২০২৩খুব ভালো