হিংসা ও অন্যান্য
১) হিংসা
নিতাই। তুই জীবনে সব কিছু পেয়েছিস।
ভজু। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।
নিতাই। তুই ভাগ্য নিয়ে জন্মেছিস, আমার সেই ভাগ্য নেই।
ভজু। সবই গেল জন্মের কর্মফল, আমার শুভ কাজের ফল, তোর অশুভ কাজের।
নিতাই। তার মানে?
ভজু। এ জন্মে ভালো কাজ করে যা মনে কারো প্রতি হিংসা না পুষে।
২) কুক
পাত্রী। আমি সেই ছেলেকে বিয়ে করবো, যে ভালো রান্না জানে।
পাত্র। আমি সরকারি চাকুরে, কোনো কুক নই, আপনি ভুল জায়গায় ফোন করেছেন।
৩) ফাঙ্কশন
স্ত্রী। আজ বিকেলে বরের সাথে ফাসকান দেখতে যাবো।
স্বামী। ওটা ফাসকান নয়, ফাঙ্কশন।
৪) যোগ্য জবাব
অজয়। বিজয়, হয় তুই সারাদিন একা একা বকবক করিস, না হয় কারো সাথে ঝগড়া করিস। কখন চুপচাপ থাকিস তুই?
বিজয়। যখন ঘুমাই।
অজয়। আমার কাছে খবর আছে যে ঘুমের ঘোরে হয় তুই বৌদিকে গাল দিস, না হয় হাততালি দিয়ে হিন্দি গান গেয়ে পাড়ার লোকের ঘুম ভাঙাস।
বিজয়। যখন তোর প্রশ্ন শুনি, তখন চুপ থেকে যোগ্য জবাব ভাবি।
৫) থ্রেট ও ব্ল্যাকমেল
অজয়। বিজয়, তুই কি আমাকে থ্রেড দিলি?
বিজয়। ওটা সুতো নয়, থ্রেট।
অজয়। বুঝলাম।
বিজয়। আমি তোকে কালো ডাক পাঠিয়েছি।
অজয়। কালো ডাক মানে?
বিজয়। বিলাক মাল।
৬) টস্
অজয়। খেলার আগে টর্চ করবি না?
বিজয়। ওটা টর্চ-এর আলো নয়, টস্।
৭) ফান্টুস
বর সেন্ট মেখে ঘোরে, তাই ওকে 'ফান্টুস' বলে ডাকি।
নিতাই। তুই জীবনে সব কিছু পেয়েছিস।
ভজু। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।
নিতাই। তুই ভাগ্য নিয়ে জন্মেছিস, আমার সেই ভাগ্য নেই।
ভজু। সবই গেল জন্মের কর্মফল, আমার শুভ কাজের ফল, তোর অশুভ কাজের।
নিতাই। তার মানে?
ভজু। এ জন্মে ভালো কাজ করে যা মনে কারো প্রতি হিংসা না পুষে।
২) কুক
পাত্রী। আমি সেই ছেলেকে বিয়ে করবো, যে ভালো রান্না জানে।
পাত্র। আমি সরকারি চাকুরে, কোনো কুক নই, আপনি ভুল জায়গায় ফোন করেছেন।
৩) ফাঙ্কশন
স্ত্রী। আজ বিকেলে বরের সাথে ফাসকান দেখতে যাবো।
স্বামী। ওটা ফাসকান নয়, ফাঙ্কশন।
৪) যোগ্য জবাব
অজয়। বিজয়, হয় তুই সারাদিন একা একা বকবক করিস, না হয় কারো সাথে ঝগড়া করিস। কখন চুপচাপ থাকিস তুই?
বিজয়। যখন ঘুমাই।
অজয়। আমার কাছে খবর আছে যে ঘুমের ঘোরে হয় তুই বৌদিকে গাল দিস, না হয় হাততালি দিয়ে হিন্দি গান গেয়ে পাড়ার লোকের ঘুম ভাঙাস।
বিজয়। যখন তোর প্রশ্ন শুনি, তখন চুপ থেকে যোগ্য জবাব ভাবি।
৫) থ্রেট ও ব্ল্যাকমেল
অজয়। বিজয়, তুই কি আমাকে থ্রেড দিলি?
বিজয়। ওটা সুতো নয়, থ্রেট।
অজয়। বুঝলাম।
বিজয়। আমি তোকে কালো ডাক পাঠিয়েছি।
অজয়। কালো ডাক মানে?
বিজয়। বিলাক মাল।
৬) টস্
অজয়। খেলার আগে টর্চ করবি না?
বিজয়। ওটা টর্চ-এর আলো নয়, টস্।
৭) ফান্টুস
বর সেন্ট মেখে ঘোরে, তাই ওকে 'ফান্টুস' বলে ডাকি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/১২/২০২৩
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০২৩বেশ মজার।
মনোমুগ্ধকর