চাল ও অন্যান্য
১) চাল
স্যার। বলো দেখি, কোন চাল রান্না করা যায় না?
ছাত্র ১। টিনের চাল ও খড়ের চাল।
ছাত্র ২। দাবার চাল ও লুডোর চাল।
ছাত্র ৩। আপনার মতো বাচাল।
২) ডিভিসি
স্যার। বলো দেখি, ডিভিসির-র পুরো মানে কি?
ছাত্র। আজ্ঞে, ডোবানো ভাসানো কর্পোরেশন।
৩) নার্ভ
স্যার। তোমাকে এতো নার্ভাস দেখাচ্ছে কেন?
ছাত্র। নার্ভ আছে বলেই লোকে নার্ভাস হয়। মানুষ আপনার মতো জড় নয়।
৪) মেট্রো
স্বামী। শুনছো, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে।
স্ত্রী। আমি সীতার মতো পাতালে গিয়ে মরতে চাই না।
৫) সাত কাণ্ড রামায়ণ
স্ত্রী। সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ্?
স্বামী। বলো, লক্ষ্মণ সীতার বৌদি!
স্যার। বলো দেখি, কোন চাল রান্না করা যায় না?
ছাত্র ১। টিনের চাল ও খড়ের চাল।
ছাত্র ২। দাবার চাল ও লুডোর চাল।
ছাত্র ৩। আপনার মতো বাচাল।
২) ডিভিসি
স্যার। বলো দেখি, ডিভিসির-র পুরো মানে কি?
ছাত্র। আজ্ঞে, ডোবানো ভাসানো কর্পোরেশন।
৩) নার্ভ
স্যার। তোমাকে এতো নার্ভাস দেখাচ্ছে কেন?
ছাত্র। নার্ভ আছে বলেই লোকে নার্ভাস হয়। মানুষ আপনার মতো জড় নয়।
৪) মেট্রো
স্বামী। শুনছো, গঙ্গার তলা দিয়ে মেট্রো যাবে।
স্ত্রী। আমি সীতার মতো পাতালে গিয়ে মরতে চাই না।
৫) সাত কাণ্ড রামায়ণ
স্ত্রী। সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ্?
স্বামী। বলো, লক্ষ্মণ সীতার বৌদি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১১/২০২৩বাঃ, বেশ!
-
আলমগীর সরকার লিটন ২৬/১১/২০২৩চমৎকার মজা পেলাম কবি দা