এটিএম ও যে ভালো
১) এটিএম
ছেলেটা এটিএম-এই নিজের কার্ড ফেলে চলে গেছে।
আমি দেখেই পিছন পিছন ছুটলাম কার্ড হাতে।
কি বেয়াক্কেলে লোক রে বাবা!
ভাল লোকের পাল্লায় পড়েছে বলে বেঁচে গেল,
ভাগ্যিস খারাপ লোকের পাল্লায় পড়েনি।
জেনে বুঝে কেউ এই ভুল কখনো করে!
আমার ওকে এক চড় মারতে ইচ্ছে হল।
ছেলেটা বললো,
'দাদা ক্ষমা করুন,
টাকা নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে,
মা মৃত্যুশয্যায়'।
'মায়ের আশীর্বাদ তোমার মাথায় আছে,
তোমারই জয় হবে'।
২) যে ভালো
যে ভালো,
সে যদি খারাপ হয়,
তাহলে খারাপকেও হার মানাবে।
খারাপ আর বেশি খারাপ হতে পারবে না
কিন্তু ভালো আরো অনেক খারাপ হতে পারবে।
তাই বলি,
ভালোকে কখনো বেশি চিকিৎসা করো না।
খারাপকে বেশি চিকিৎসা করো কোনও ক্ষতি নেই।
যার যা ওষুধ।
ছেলেটা এটিএম-এই নিজের কার্ড ফেলে চলে গেছে।
আমি দেখেই পিছন পিছন ছুটলাম কার্ড হাতে।
কি বেয়াক্কেলে লোক রে বাবা!
ভাল লোকের পাল্লায় পড়েছে বলে বেঁচে গেল,
ভাগ্যিস খারাপ লোকের পাল্লায় পড়েনি।
জেনে বুঝে কেউ এই ভুল কখনো করে!
আমার ওকে এক চড় মারতে ইচ্ছে হল।
ছেলেটা বললো,
'দাদা ক্ষমা করুন,
টাকা নিয়ে এখনই হাসপাতালে যেতে হবে,
মা মৃত্যুশয্যায়'।
'মায়ের আশীর্বাদ তোমার মাথায় আছে,
তোমারই জয় হবে'।
২) যে ভালো
যে ভালো,
সে যদি খারাপ হয়,
তাহলে খারাপকেও হার মানাবে।
খারাপ আর বেশি খারাপ হতে পারবে না
কিন্তু ভালো আরো অনেক খারাপ হতে পারবে।
তাই বলি,
ভালোকে কখনো বেশি চিকিৎসা করো না।
খারাপকে বেশি চিকিৎসা করো কোনও ক্ষতি নেই।
যার যা ওষুধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ২২/১১/২০২৩বেশ ভালো ।
-
মাহতাব বাঙ্গালী ২২/১১/২০২৩যে ভালো- দারুণ উপভোগ্য। শুভেচ্ছা নিরন্তর প্রিয়কবি