প্রতিপত্তি ও অন্যান্য
১) প্রতিপত্তি
স্বামী। পঞ্চাশ বছর পেরোলে আমার পতিপত্নী শুরু হবে।
স্ত্রী। ওটা প্রতিপত্তি।
২) বি আপ এন্ড ডুইং
বাবা। বি আপ এন্ড ডুইং সন।
ছেলে। বি আপ এন্ড ডাউন ড্যাড।
৩) ডেটা কেবিল
স্যার। ডাটা কেবিল দিয়ে টিরান্সফার হয়।
ছাত্র ১। কি ডাঁটা, সজনে না নাজনা?
ছাত্র ২। বলি স্যার, টিরান্সফার হওয়ার সময় যেন ট্রান্সফরমার বার্স্ট না করে!
৪) মিউ ১
স্যার। তোমরা বলতে পারো বিড়াল মিউ মিউ করে কি বলে?
ছাত্র ১। আমার খিদে পেয়েছে বা আমাকে আদর করো বা আমার দুঃখ লেগেছে।
স্যার। আর কি বলে?
ছাত্র ২। আমাকে অযথা বেশি চাপ দিও না।
৫) মিউ ২
স্ত্রী। বিড়ালের একটাই আওয়াজ মিউ। একটা শব্দ দিয়েই ওরা মনের সকল ভাব প্রকাশ করে। মানুষের কত ভাষা!
স্বামী। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি কত রকম ডাক শুনতে পাই।
৬) ভালো থাকা
স্যার। যদি বড় হতে চাও লোকের কাছে ভালো থেকে কোনো লাভ নেই, কেবল নিজের কাছে ভালো হও।
ছাত্র। তাহলে এখন থেকে আর আপনার কাছে ভালো থাকবো না।
৭) হাত
অরূপ। আমার হাত অনেক বড়।
বিরূপ। বুমার-এর রূপবান সংস্করণ।
অরূপ। তোর হাত অনেক ছোট।
বিরূপ। তবে তোর মতো আমি কখনোই হাত কাটা জগন্নাথ নই।
স্বামী। পঞ্চাশ বছর পেরোলে আমার পতিপত্নী শুরু হবে।
স্ত্রী। ওটা প্রতিপত্তি।
২) বি আপ এন্ড ডুইং
বাবা। বি আপ এন্ড ডুইং সন।
ছেলে। বি আপ এন্ড ডাউন ড্যাড।
৩) ডেটা কেবিল
স্যার। ডাটা কেবিল দিয়ে টিরান্সফার হয়।
ছাত্র ১। কি ডাঁটা, সজনে না নাজনা?
ছাত্র ২। বলি স্যার, টিরান্সফার হওয়ার সময় যেন ট্রান্সফরমার বার্স্ট না করে!
৪) মিউ ১
স্যার। তোমরা বলতে পারো বিড়াল মিউ মিউ করে কি বলে?
ছাত্র ১। আমার খিদে পেয়েছে বা আমাকে আদর করো বা আমার দুঃখ লেগেছে।
স্যার। আর কি বলে?
ছাত্র ২। আমাকে অযথা বেশি চাপ দিও না।
৫) মিউ ২
স্ত্রী। বিড়ালের একটাই আওয়াজ মিউ। একটা শব্দ দিয়েই ওরা মনের সকল ভাব প্রকাশ করে। মানুষের কত ভাষা!
স্বামী। রোজ সকালে ঘুম থেকে উঠে আমি কত রকম ডাক শুনতে পাই।
৬) ভালো থাকা
স্যার। যদি বড় হতে চাও লোকের কাছে ভালো থেকে কোনো লাভ নেই, কেবল নিজের কাছে ভালো হও।
ছাত্র। তাহলে এখন থেকে আর আপনার কাছে ভালো থাকবো না।
৭) হাত
অরূপ। আমার হাত অনেক বড়।
বিরূপ। বুমার-এর রূপবান সংস্করণ।
অরূপ। তোর হাত অনেক ছোট।
বিরূপ। তবে তোর মতো আমি কখনোই হাত কাটা জগন্নাথ নই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ২৫/১১/২০২৩বেশ। ভালো লিখেছেন