ময়লা
গরীবের গায়ে ময়লা লেগে-
আহা! ময়লাতেই তো জন্ম!
শত ঝাড়লেও তা যাওয়ার নয়।
দেহ মাটির সাথে মিশে,
তাই মনে মাটি লাগে না,
কেবল গায়ে লাগে।
বড়লোকে পরিষ্কার পরিচ্ছন্ন-
কাঁচের ঘরে জন্ম,
যাতে বাইরের ধুলো না ঢোকে ভিতরে!
বাসস্থান পরিষ্কার করার জন্য সারাদিনের লোক।
বাইরের পরিচ্ছন্নতা বেশি দেখলে
মনের পরিচ্ছন্নতা ফিরে দেখা হয় না-
বড়লোক তাই মনের দিকে ময়লা।
আহা! ময়লাতেই তো জন্ম!
শত ঝাড়লেও তা যাওয়ার নয়।
দেহ মাটির সাথে মিশে,
তাই মনে মাটি লাগে না,
কেবল গায়ে লাগে।
বড়লোকে পরিষ্কার পরিচ্ছন্ন-
কাঁচের ঘরে জন্ম,
যাতে বাইরের ধুলো না ঢোকে ভিতরে!
বাসস্থান পরিষ্কার করার জন্য সারাদিনের লোক।
বাইরের পরিচ্ছন্নতা বেশি দেখলে
মনের পরিচ্ছন্নতা ফিরে দেখা হয় না-
বড়লোক তাই মনের দিকে ময়লা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২২/১১/২০২৩মানুষ মনের দিক থেকে নিষ্কলুষ না হলে সে মানুষই নয় ! ভালো থাকবেন প্রিয়কবি
-
আলমগীর সরকার লিটন ২১/১১/২০২৩বাহ বেশ অনুভব
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১১/২০২৩সুন্দর অনুভূতির প্রকাশ।
-
ফয়জুল মহী ১৮/১১/২০২৩উপস্থাপন খুব ভালো লাগলো।
-
অভিজিৎ হালদার ১৮/১১/২০২৩ভালো ভাবনা ।