হাত ছাড়িয়ে
সামনের বাড়ির বাচ্চা মেয়েটা
তিন বছর হবে
কি দুরন্ত
দাদুর হাত ছেড়ে
দে দৌড়
ভাগ্যিস রাস্তায় কোনো গাড়ি ছিল না
আমি ছোট বেলায়
এতো দুরন্ত ছিলাম না!
মনে হল
জীবনের টানাপোড়েন ভেঙে
বেরিয়ে গেল অস্তিত্বের আশা
বাঁধন ছাড়া গরুর মতো
জীবনের ঊর্ধ্বে উঠবে বলে
সময়ের বাধাকে অতিক্রম করে
কিসের এতো ভয়!
আমি যা পারিনি
ওই বাচ্চা মেয়েটা করে দেখাক!
তিন বছর হবে
কি দুরন্ত
দাদুর হাত ছেড়ে
দে দৌড়
ভাগ্যিস রাস্তায় কোনো গাড়ি ছিল না
আমি ছোট বেলায়
এতো দুরন্ত ছিলাম না!
মনে হল
জীবনের টানাপোড়েন ভেঙে
বেরিয়ে গেল অস্তিত্বের আশা
বাঁধন ছাড়া গরুর মতো
জীবনের ঊর্ধ্বে উঠবে বলে
সময়ের বাধাকে অতিক্রম করে
কিসের এতো ভয়!
আমি যা পারিনি
ওই বাচ্চা মেয়েটা করে দেখাক!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২১/১১/২০২৩🌺
-
অভিজিৎ হালদার ১৮/১১/২০২৩বেশ ভালো ।
-
ফয়জুল মহী ১৮/১১/২০২৩সুন্দর লেখা