পুজোতে
কে যেন বেশ বললো,
'পুজো তুলে দিলে কেমন হয়'!
দুজন প্রতিবাদ করলো।
প্রথমজন বললো,
'পুজো মানে মিলন।
মানুষের সাথে মানুষের।
একেই তো মানুষে মানুষে ভেদাভেদ-
পুজোর এই কটা দিন কেবল একসাথে থাকা'।
দ্বিতীয়জন বললো,
'যিনি প্রতিমা গড়েন, যিনি প্যান্ডেল গড়েন,
যিনি ফুলের মালা ব্রিক্রি করেন, যিনি লাইট লাগান,
যিনি খাবারের স্টল বসান, যিনি পথ সাজান,
যিনি পুজো করেন, যিনি ম্যাজিক দেখান...
তাদের চাকরির কথা না ভেবে,
তার ব্যবসা কিভাবে নষ্ট করবো'!
'পুজো তুলে দিলে কেমন হয়'!
দুজন প্রতিবাদ করলো।
প্রথমজন বললো,
'পুজো মানে মিলন।
মানুষের সাথে মানুষের।
একেই তো মানুষে মানুষে ভেদাভেদ-
পুজোর এই কটা দিন কেবল একসাথে থাকা'।
দ্বিতীয়জন বললো,
'যিনি প্রতিমা গড়েন, যিনি প্যান্ডেল গড়েন,
যিনি ফুলের মালা ব্রিক্রি করেন, যিনি লাইট লাগান,
যিনি খাবারের স্টল বসান, যিনি পথ সাজান,
যিনি পুজো করেন, যিনি ম্যাজিক দেখান...
তাদের চাকরির কথা না ভেবে,
তার ব্যবসা কিভাবে নষ্ট করবো'!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৫/১১/২০২৩সুন্দর ভাবনা কবি
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/১১/২০২৩অনন্য!
-
অভিজিৎ হালদার ১৪/১১/২০২৩ভালো ভাবনা।
-
ফয়জুল মহী ১৪/১১/২০২৩বেগবান কথামালায় অন্তহীন প্রকাশ