ঝাঁটা ও অন্যান্য
১) ঝাঁটা
ধনতেরসে বৌদি ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে দাদাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।
২) তেল
স্ত্রী। রূপচাঁদ মাছটা ভাজার সময় কি তেল বেরোলো!
স্বামী। গায়ে একটু মেখে নিতে পারতে।
৩) সেলিব্রিটি নায়িকা
'আমি সেলিব্রিটি নায়িকা। একটা সাধারণ মেয়ের মতো যেখানে সেখানে যেতে পারি না'।
'নায়িকাদের ছেলেরা উৎপাত করে ঠিকই কিন্তু নায়কদের মেয়েরা ছিঁড়ে খায়-
যেটা আরো সাংঘাতিক'।
৪) আদর্শ
এ যুগে আদর্শ কোথায়? সকলে আমরা লেজ কাটা বাঁদর, তাই সর্বদা বাঁদর্শ নিয়ে ঘুরে বেড়াই!
৫) মর্গ
স্যার। বলতে পারো মানুষ মারা গেলে কি করা উচিত।
ছাত্র ১। স্যার, পুড়িয়ে দেওয়া উচিত, যাতে কোনো রোগ না ছড়ায়।
ছাত্র ২। স্যার, কবর দেওয়া উচিত, পোড়ালে দূষণ হয়।
ছাত্র ৩। স্যার, মহাশূন্যে ছেড়ে আসা উচিত, অত জমি পাবে কোথায়?
স্যার। তোমরা সবাই ভুল। দেহ সর্বদা মেডিকেলে দান করা উচিত। কত ছাত্রছাত্রী আমার দেহ নিয়ে লেখাপড়া করবে।
ছাত্র ৪। যদি দেশের প্রত্যেক মানুষ দেহ দান করে, তাহলে পুরো দেশ যে মর্গে ভরে যাবে!
৬) ভেড়া
সুজয়। কাল রাতে আর্সেলান থেকে মটন বিরিয়ানি খেলে কেমন হয়।
অজিত। কমল ফিরে এলে না হয় খাওয়া যাবে।
সুজয়। তাহলে ল্যাম্ব বিরিয়ানি খেতে হবে, ভেড়ার জন্য ভেড়াই শ্রেয়।
৭) আবোল তাবোল
যে ছোট বেলায় বেশি আবোল তাবোল পড়ে,
সে বড় হয়ে বেশি আবোল তাবোল বকে।
ধনতেরসে বৌদি ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছেন, বাড়ি থেকে দাদাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।
২) তেল
স্ত্রী। রূপচাঁদ মাছটা ভাজার সময় কি তেল বেরোলো!
স্বামী। গায়ে একটু মেখে নিতে পারতে।
৩) সেলিব্রিটি নায়িকা
'আমি সেলিব্রিটি নায়িকা। একটা সাধারণ মেয়ের মতো যেখানে সেখানে যেতে পারি না'।
'নায়িকাদের ছেলেরা উৎপাত করে ঠিকই কিন্তু নায়কদের মেয়েরা ছিঁড়ে খায়-
যেটা আরো সাংঘাতিক'।
৪) আদর্শ
এ যুগে আদর্শ কোথায়? সকলে আমরা লেজ কাটা বাঁদর, তাই সর্বদা বাঁদর্শ নিয়ে ঘুরে বেড়াই!
৫) মর্গ
স্যার। বলতে পারো মানুষ মারা গেলে কি করা উচিত।
ছাত্র ১। স্যার, পুড়িয়ে দেওয়া উচিত, যাতে কোনো রোগ না ছড়ায়।
ছাত্র ২। স্যার, কবর দেওয়া উচিত, পোড়ালে দূষণ হয়।
ছাত্র ৩। স্যার, মহাশূন্যে ছেড়ে আসা উচিত, অত জমি পাবে কোথায়?
স্যার। তোমরা সবাই ভুল। দেহ সর্বদা মেডিকেলে দান করা উচিত। কত ছাত্রছাত্রী আমার দেহ নিয়ে লেখাপড়া করবে।
ছাত্র ৪। যদি দেশের প্রত্যেক মানুষ দেহ দান করে, তাহলে পুরো দেশ যে মর্গে ভরে যাবে!
৬) ভেড়া
সুজয়। কাল রাতে আর্সেলান থেকে মটন বিরিয়ানি খেলে কেমন হয়।
অজিত। কমল ফিরে এলে না হয় খাওয়া যাবে।
সুজয়। তাহলে ল্যাম্ব বিরিয়ানি খেতে হবে, ভেড়ার জন্য ভেড়াই শ্রেয়।
৭) আবোল তাবোল
যে ছোট বেলায় বেশি আবোল তাবোল পড়ে,
সে বড় হয়ে বেশি আবোল তাবোল বকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১২/১১/২০২৩চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ১২/১১/২০২৩অতি চমৎকার!