খাওয়া পরা
কথাটা ক্ষোভের-
কোনো ছেলের খাওয়া পরা তোলায় কোনো দোষ নেই,
অথচ কোনো মেয়ের খাওয়া পরা তোলায় প্রচুর দোষ।
মানছি, এক কালে সব ছেলে সব মেয়েকে পায়ের তলায় রাখতো।
এই কালে উল্টোটা কখনোই জবাব নয়।
জবাব তাহলে কি?
বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াও-
দুজন দুজনকে ভালোবেসে খাওয়াও ও পরাও।
এতেই মিলবে সামাজিক মুক্তি,
তা না হলে বাড়বে অবক্ষয়।
ক্ষোভের কথাটা দেখাক মুক্তির পথ...
কোনো ছেলের খাওয়া পরা তোলায় কোনো দোষ নেই,
অথচ কোনো মেয়ের খাওয়া পরা তোলায় প্রচুর দোষ।
মানছি, এক কালে সব ছেলে সব মেয়েকে পায়ের তলায় রাখতো।
এই কালে উল্টোটা কখনোই জবাব নয়।
জবাব তাহলে কি?
বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াও-
দুজন দুজনকে ভালোবেসে খাওয়াও ও পরাও।
এতেই মিলবে সামাজিক মুক্তি,
তা না হলে বাড়বে অবক্ষয়।
ক্ষোভের কথাটা দেখাক মুক্তির পথ...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১১/২০২৩একদম অসামান্য!
-
ফয়জুল মহী ০৩/১১/২০২৩চমৎকার প্রকাশ মুগ্ধ হয়ে গেলাম।