বিশেষণ ও অন্যান্য
১) বিশেষণ
স্ত্রী। আজ আমার শরীর খুব ভালো আছে।
স্বামী। সেটা আমি বুঝতেই পারছি। সকাল থেকে তুমি আমার জন্য একটাও বিশেষণ ব্যবহার করোনি।
২) স্টিক
স্ত্রী। আমি একটা কথা একবারই বলি, তোমার মতো সারাদিন স্টিক করে থাকি না।
স্বামী। তুমি আমার ননস্টিক কড়াই গো।
৩) আন্দাজ
দীপক। আমি আন্দাজে সব কাজ করি। আমার আন্দাজ সর্বদা ঠিক হয়।
দয়াল। তোকে দেখে আন্দাজ আপনা আপনা ছবির লাইটম্যান-এর কথা মনে পড়ে।
৪) নতুন বাংলা ছবি
গোপাল ভাঁড়ের হাতে রিভলভার।
৫) কানে কম শোনা
নাতি। দিদিমা, আজ কত তারিখ?
দিদিমা। হ্যাঁ, তরকারিটা এখনই নামাবো।
স্ত্রী। আজ আমার শরীর খুব ভালো আছে।
স্বামী। সেটা আমি বুঝতেই পারছি। সকাল থেকে তুমি আমার জন্য একটাও বিশেষণ ব্যবহার করোনি।
২) স্টিক
স্ত্রী। আমি একটা কথা একবারই বলি, তোমার মতো সারাদিন স্টিক করে থাকি না।
স্বামী। তুমি আমার ননস্টিক কড়াই গো।
৩) আন্দাজ
দীপক। আমি আন্দাজে সব কাজ করি। আমার আন্দাজ সর্বদা ঠিক হয়।
দয়াল। তোকে দেখে আন্দাজ আপনা আপনা ছবির লাইটম্যান-এর কথা মনে পড়ে।
৪) নতুন বাংলা ছবি
গোপাল ভাঁড়ের হাতে রিভলভার।
৫) কানে কম শোনা
নাতি। দিদিমা, আজ কত তারিখ?
দিদিমা। হ্যাঁ, তরকারিটা এখনই নামাবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/১১/২০২৩খুব মজা করে পড়ি!
-
সাইয়িদ রফিকুল হক ০২/১১/২০২৩বাঃ, সুন্দর!