আত্মবিশ্বাস ও অন্যান্য
১) আত্মবিশ্বাস
স্যার। কোনো কিছু আত্মবিশ্বাসরে সাথে চাইলে, সেটা শত কঠিন হলেও সহজেই পাওয়া যায়।
ছাত্র। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে চাই যে আজ যেন আমাকে কোনো লেখাপড়া করতে না হয়, তবুও মা, বাবা ও আপনি মিলে আমাকে জোর করে পড়তে বসান।
২) বাসের কন্ডাক্টর
বাসের কন্ডাক্টর। দাদা, এইভাবে না দাঁড়িয়ে, এইভাবে দাঁড়ান। দাদা, এখানে না দাঁড়িয়ে, ওই খানে গিয়ে দাঁড়ান। দাদা, এইটা ধরে দাঁড়ান, ওটা ধরে দাঁড়াবেন না।
যাত্রী। তুমি ডিরেক্টরি না করে কন্ডাক্টরি করো।
৩) ষাঁড়
স্যার। সকলে আমাকে স্যার বলে ডাকে।
ছাত্র। কেউ কেউ মাঝেমধ্যে ষাঁড়ও বলে।
৪) লেজ কাটা বানর
অয়ন। পরেশ, তুই হোলি একটা লেজ কাটা বানর।
পরেশ। লেজ বিহীন বানর, মানে এপ থেকেই মানুষ এসেছে। তুই যদি বরাহ থেকে আসিস, তাহলে আমার কিছু করার নেই।
৫) ক্র্যাক
সাধারণ মানুষ। সব বিজ্ঞানীদের মাথায় ক্র্যাক থাকে।
বিজ্ঞানী। তাবলে আপনার মতো মাথায় কেউ কখনো ক্র্যাক ক্রিম লাগায় না।
স্যার। কোনো কিছু আত্মবিশ্বাসরে সাথে চাইলে, সেটা শত কঠিন হলেও সহজেই পাওয়া যায়।
ছাত্র। আমি রোজ সকালে ঘুম থেকে উঠে চাই যে আজ যেন আমাকে কোনো লেখাপড়া করতে না হয়, তবুও মা, বাবা ও আপনি মিলে আমাকে জোর করে পড়তে বসান।
২) বাসের কন্ডাক্টর
বাসের কন্ডাক্টর। দাদা, এইভাবে না দাঁড়িয়ে, এইভাবে দাঁড়ান। দাদা, এখানে না দাঁড়িয়ে, ওই খানে গিয়ে দাঁড়ান। দাদা, এইটা ধরে দাঁড়ান, ওটা ধরে দাঁড়াবেন না।
যাত্রী। তুমি ডিরেক্টরি না করে কন্ডাক্টরি করো।
৩) ষাঁড়
স্যার। সকলে আমাকে স্যার বলে ডাকে।
ছাত্র। কেউ কেউ মাঝেমধ্যে ষাঁড়ও বলে।
৪) লেজ কাটা বানর
অয়ন। পরেশ, তুই হোলি একটা লেজ কাটা বানর।
পরেশ। লেজ বিহীন বানর, মানে এপ থেকেই মানুষ এসেছে। তুই যদি বরাহ থেকে আসিস, তাহলে আমার কিছু করার নেই।
৫) ক্র্যাক
সাধারণ মানুষ। সব বিজ্ঞানীদের মাথায় ক্র্যাক থাকে।
বিজ্ঞানী। তাবলে আপনার মতো মাথায় কেউ কখনো ক্র্যাক ক্রিম লাগায় না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/১০/২০২৩চমৎকার!
-
ফয়জুল মহী ২৮/১০/২০২৩সুন্দর লেখা।