এটা কলি কাল
সব সত্যি হল মিথ্যে,
সব মিথ্যে হল সত্যি।
সব আমি তে তুমি,
সব তুমি তে আমি।
যেখানে আলো, সেখানে মৃত্যুভয়,
জীবন সদা অন্ধকারময়।
প্রগতি ঘুমিয়ে আছে জড়ের ঘোরে,
সময় এগিয়ে গেলেই কালের তাণ্ডব।
বাঘের গায়ে গন্ধ নেই,
মানুষ স্নান করেও অপরিষ্কার।
রক্তের সম্পর্কে রক্তপাত,
পুজোর নামে প্রতারণা।
সব মিথ্যে হল সত্যি।
সব আমি তে তুমি,
সব তুমি তে আমি।
যেখানে আলো, সেখানে মৃত্যুভয়,
জীবন সদা অন্ধকারময়।
প্রগতি ঘুমিয়ে আছে জড়ের ঘোরে,
সময় এগিয়ে গেলেই কালের তাণ্ডব।
বাঘের গায়ে গন্ধ নেই,
মানুষ স্নান করেও অপরিষ্কার।
রক্তের সম্পর্কে রক্তপাত,
পুজোর নামে প্রতারণা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৬/১০/২০২৩
শুভেচ্ছা ও শুভকামনা রইল সুপ্রিয় কবি