www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাটসি ও অন্যান্য

১) কাটসি

রজত। মানুষের সাথে ভদ্র ভাবে কথা বলতে হয়। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তার জবাব দিতে হয় ঠিকমতো। শিক্ষক শিক্ষিকাদের বিজয়া দশমীতে 'শুভ বিজয়া' বলতে হয়। এগুলো কাটসি।

রতন। আমি ফল কাটসি, সবজি কাটসি, এমনকি পকেটও কাটসি! ওরে মূর্খ ওটা কোর্টেসি!

২) মরা মুরগি

মা। বাবাই, বাইরে বিরিয়ানি খাবে না, বিরিয়ানিতে এখন মরা মুরগি দিচ্ছে।
ছেলে। জ্যান্ত মুরগি দিলে মানুষ খাবে কিভাবে!

৩) গল্প

স্ত্রী। আমি আমার পুরোনো ছেলে বন্ধুদের সাথে গল্প করতে চাই।
স্বামী। কেবল গল্পই তো করবে, এতে কি দোষ!

৪) বকবক

বিমল। কমল, তুই তো সারাদিন বকবক করিস। এমন কোনো সময় আছে, যখন চুপ করে থাকিস?
কমল। যখন ঘুমাই।

৫) জামা

অজয়। সুজয়, তুই কি গরম কালে সারাদিন খালি গায়ে থাকিস?
সুজয়। যখন ঘর থেকে বেরোই, তখন জামা পরে বেরোই।

৬) লেজ

স্যার। তোমার কি লেজ গজিয়েছে নাকি?
ছাত্র। আমি আপনার মতো লেজ কাটা নই।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৫৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/১০/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast