ছোটলোক ও স্পেস
১) ছোটলোক
মেট্রোতে কি ভিড়।
মহাসপ্তমী।
লোককে নামতে দিচ্ছে না,
ঠেলে উঠে যাচ্ছে।
কেউ বেশ বললো,
'পুজোয় দামি জামাকাপড় পরলেই
অসুর থেকে সুর হওয়ার যায় না'।
কেউ রেগে বললো,
'আমরা এখনো ছোটলোকই রয়ে গেছি'।
স্টেশন এলে আগে তো নামতে দেওয়া উচিত,
তারপরে লোক উঠবে।
পুজো এলে আগে তো দান করা উচিত,
তারপরে না হয় ধ্যান করবে।
২) স্পেস
আমি মা বাবা
যে স্পেসটায় থাকি,
তার নাম সংসার।
স্পেসের ভিতরেও স্পেস আছে-
যেখানে আমরা একা থাকি,
কেউ কারো কাজে নাক গলায় না,
কারো কাজ কারো জীবনকে বাঁধে না।
আমি যখন কবিতা লিখি,
তখন নিজেকে নিয়ে থাকি।
কবিতা এখানে জীবনের আবেগ।
মা যখন সেলাই করেন,
তখন নিজেকে নিয়ে থাকেন।
সেলাই এখানে জীবনের খেই।
বাবা যখন খেলা দেখেন,
তখন নিজেকে নিয়ে থাকেন।
খেলা এখানে জীবনের টানাপোড়েন।
এই কাজ গুলো সব শখেই করা,
কেবল নিজের আনন্দের জন্য,
যা থেকে পরিবারের বাকি সদস্যের
দুঃখ ঘোচাবার শক্তি মেলে।
মেট্রোতে কি ভিড়।
মহাসপ্তমী।
লোককে নামতে দিচ্ছে না,
ঠেলে উঠে যাচ্ছে।
কেউ বেশ বললো,
'পুজোয় দামি জামাকাপড় পরলেই
অসুর থেকে সুর হওয়ার যায় না'।
কেউ রেগে বললো,
'আমরা এখনো ছোটলোকই রয়ে গেছি'।
স্টেশন এলে আগে তো নামতে দেওয়া উচিত,
তারপরে লোক উঠবে।
পুজো এলে আগে তো দান করা উচিত,
তারপরে না হয় ধ্যান করবে।
২) স্পেস
আমি মা বাবা
যে স্পেসটায় থাকি,
তার নাম সংসার।
স্পেসের ভিতরেও স্পেস আছে-
যেখানে আমরা একা থাকি,
কেউ কারো কাজে নাক গলায় না,
কারো কাজ কারো জীবনকে বাঁধে না।
আমি যখন কবিতা লিখি,
তখন নিজেকে নিয়ে থাকি।
কবিতা এখানে জীবনের আবেগ।
মা যখন সেলাই করেন,
তখন নিজেকে নিয়ে থাকেন।
সেলাই এখানে জীবনের খেই।
বাবা যখন খেলা দেখেন,
তখন নিজেকে নিয়ে থাকেন।
খেলা এখানে জীবনের টানাপোড়েন।
এই কাজ গুলো সব শখেই করা,
কেবল নিজের আনন্দের জন্য,
যা থেকে পরিবারের বাকি সদস্যের
দুঃখ ঘোচাবার শক্তি মেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ২৬/১০/২০২৩শেষ স্তবকে সুন্দর অনুভবের বার্তা; পাঠে ভালো লেগেছে প্রিয়কবি
-
ফয়জুল মহী ২৪/১০/২০২৩চমৎকার উপস্থাপন।
-
বোরহানুল ইসলাম লিটন ২৩/১০/২০২৩অনন্য প্রিয় কবি!