তার কাটা ও অন্যান্য
১) তার কাটা
স্বামী। রোজ সকালে তোমার তার কেটে যায় আর বিকেলে সেটা জোড়া লেগে যায়।
স্ত্রী। তোমার তো তার সর্বদা কাটাই থাকে। বছরে একবার সেটা জুড়ে যায়, যেদিন তুমি কেবল তোমার নিজের জন্মদিনের তারিখটা মনে করতে পারো।
২) বেগুন
মালকিন। দাদা কি কি সবজি এনেছেন দেখ তো বিলু।
বিলু। পটল, ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন বৌদি।
মালিক। বৌদি কেন বেগুন হতে যাবে রে?
৩) কনসাল্ট
কনসাল্ট করে কারোকে ইন্সাল্ট করতে দারুণ মজা লাগে।
৪) এক কুকুর
এক কুকুর ডাকলেই সব কুকুর ডেকে ওঠে।
আমেরিকা ডাকলেই ব্রিটেন ডাকবে।
ব্রিটেন ডাকলে একসাথে ডাকবে ফ্রান্স ও জার্মানি।
ফ্রান্স জার্মানি এক সাথে ডাকলে অস্ট্রেলিয়াও ডেকে উঠবে।
৫) প্রতিবন্ধী
'দাদা, এটা প্রতিবন্ধীর সিট। উঠুন'।
'একটা হাত ভাঙলেই কেউ প্রতিবন্ধী হয় না। পা ভাঙা থাকলেই প্রতিবন্ধী হয়। আমি এই জায়গা ছেড়ে কোথাও উঠবো না'।
কন্ডাক্টর নাক গলালো, 'আপনি শারীরিক প্রতিবন্ধী আর উনি মানসিক প্রতিবন্ধী'।
স্বামী। রোজ সকালে তোমার তার কেটে যায় আর বিকেলে সেটা জোড়া লেগে যায়।
স্ত্রী। তোমার তো তার সর্বদা কাটাই থাকে। বছরে একবার সেটা জুড়ে যায়, যেদিন তুমি কেবল তোমার নিজের জন্মদিনের তারিখটা মনে করতে পারো।
২) বেগুন
মালকিন। দাদা কি কি সবজি এনেছেন দেখ তো বিলু।
বিলু। পটল, ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন বৌদি।
মালিক। বৌদি কেন বেগুন হতে যাবে রে?
৩) কনসাল্ট
কনসাল্ট করে কারোকে ইন্সাল্ট করতে দারুণ মজা লাগে।
৪) এক কুকুর
এক কুকুর ডাকলেই সব কুকুর ডেকে ওঠে।
আমেরিকা ডাকলেই ব্রিটেন ডাকবে।
ব্রিটেন ডাকলে একসাথে ডাকবে ফ্রান্স ও জার্মানি।
ফ্রান্স জার্মানি এক সাথে ডাকলে অস্ট্রেলিয়াও ডেকে উঠবে।
৫) প্রতিবন্ধী
'দাদা, এটা প্রতিবন্ধীর সিট। উঠুন'।
'একটা হাত ভাঙলেই কেউ প্রতিবন্ধী হয় না। পা ভাঙা থাকলেই প্রতিবন্ধী হয়। আমি এই জায়গা ছেড়ে কোথাও উঠবো না'।
কন্ডাক্টর নাক গলালো, 'আপনি শারীরিক প্রতিবন্ধী আর উনি মানসিক প্রতিবন্ধী'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১৮/১০/২০২৩সুন্দর লাগল কবি দা
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১০/২০২৩অসামান্য প্রতিটি!