র্যাশ ও অন্যান্য
১) র্যাশ
খদ্দের। লেপ কত করে দিচ্ছেন?
দোকানদার। রাজস্থানের লেপ, চার হাজার টাকা, ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন।
খদ্দের। লেপের দাম চার হাজার টাকা, গায়ে র্যাশ বেরিয়ে যাবে।
২) স্পিচ
স্যার। কাল কলেজের অডিটোরিয়ামে আমার স্পিচ সকলে শুনতে আসবে।
ছাত্র। দেখবেন স্যার, স্পিচ দিতে গিয়ে আবার স্প্যানিয়েল দিয়ে বসবেন না যেন!
৩) আঠেরো ঘন্টা
অমল। তোমাদের কোম্পানিতে দিনে আঠেরো ঘন্টা কাজ হবে নিশ্চয়?
বিমল। দিনে আঠেরো ঘন্টা নয়, ছাব্বিশ ঘন্টা, দু ঘন্টা ঘড়ি স্লো করে।
৪) আপসেট
স্ত্রী। তুমি ওপরে গিয়ে জলের পাম্পের লাইনটা সেট করে দিয়ে এসো।
স্বামী। কেন খামকা তুমি আমাকে আপসেট করছো?
স্ত্রী। আপসেট মানে?
স্বামী। আপ মানে ওপরে। আর সেট মানে সেট।
খদ্দের। লেপ কত করে দিচ্ছেন?
দোকানদার। রাজস্থানের লেপ, চার হাজার টাকা, ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন।
খদ্দের। লেপের দাম চার হাজার টাকা, গায়ে র্যাশ বেরিয়ে যাবে।
২) স্পিচ
স্যার। কাল কলেজের অডিটোরিয়ামে আমার স্পিচ সকলে শুনতে আসবে।
ছাত্র। দেখবেন স্যার, স্পিচ দিতে গিয়ে আবার স্প্যানিয়েল দিয়ে বসবেন না যেন!
৩) আঠেরো ঘন্টা
অমল। তোমাদের কোম্পানিতে দিনে আঠেরো ঘন্টা কাজ হবে নিশ্চয়?
বিমল। দিনে আঠেরো ঘন্টা নয়, ছাব্বিশ ঘন্টা, দু ঘন্টা ঘড়ি স্লো করে।
৪) আপসেট
স্ত্রী। তুমি ওপরে গিয়ে জলের পাম্পের লাইনটা সেট করে দিয়ে এসো।
স্বামী। কেন খামকা তুমি আমাকে আপসেট করছো?
স্ত্রী। আপসেট মানে?
স্বামী। আপ মানে ওপরে। আর সেট মানে সেট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ১১/১০/২০২৩ভালো লাগলো
-
মাহতাব বাঙ্গালী ১১/১০/২০২৩ভালো লেগেছে আপনার কৌতুক। ভালো থাকবেন প্রিয় লিখক।
-
বোরহানুল ইসলাম লিটন ১১/১০/২০২৩অনন্য সবক’টি!