সিলেবাস ও অন্যান্য
১) সিলেবাস
ওটা 'শিরে বাঁশ' নয়, সিলেবাস।
২) বেগুনি
'আমি মুড়ির সাথে বিনুনি খাবো'।
'বিনুনি তোর চুলে, এটা বেগুনি'।
৩) লিফ্ট
স্ত্রী। তুমি কত মেয়েকে লিফ্ট করো, আমাকে একবারও লিফ্ট করো না।
স্বামী। আগে আশি কেজি থেকে পঞ্চাশ কেজি হও।
৪) ট্রেনিং
স্যার। বিদেশে কাজ করতে গেলে ট্রেনিং লাগে।
ছাত্র। একটা বিদেশী কুকুর ছানাকে দেশে থাকার ট্রেনিং আমি দিয়েছি।
৫) বাসন
স্ত্রী। আমি বাসন মাজি কোনো আওয়াজ হয় না। তুমি বাসন মাজো সারা পাড়া জানতে পারে।
স্বামী। তোমার গলার আওয়াজ যেমন পাড়ার সকলের চেনা।
৬) বেসন
স্ত্রী। থালা বেসন গুলো ধুয়ে রাখবে।
স্বামী। ওটা বেসন নয়, বাসন। লোকে কলা ভাজা খায়, কেউ থালা ভাজা খায় না।
৭) ব্লাড লস
'মশাটা কতখানি রক্ত খেয়েছে আমার। রক্ত খেয়ে ওর পেট ফুলে ঢোল হয়ে গেছে। ও এক জায়গাতেই বসে আছে আর নড়তে পারছে না'।
ওটা 'শিরে বাঁশ' নয়, সিলেবাস।
২) বেগুনি
'আমি মুড়ির সাথে বিনুনি খাবো'।
'বিনুনি তোর চুলে, এটা বেগুনি'।
৩) লিফ্ট
স্ত্রী। তুমি কত মেয়েকে লিফ্ট করো, আমাকে একবারও লিফ্ট করো না।
স্বামী। আগে আশি কেজি থেকে পঞ্চাশ কেজি হও।
৪) ট্রেনিং
স্যার। বিদেশে কাজ করতে গেলে ট্রেনিং লাগে।
ছাত্র। একটা বিদেশী কুকুর ছানাকে দেশে থাকার ট্রেনিং আমি দিয়েছি।
৫) বাসন
স্ত্রী। আমি বাসন মাজি কোনো আওয়াজ হয় না। তুমি বাসন মাজো সারা পাড়া জানতে পারে।
স্বামী। তোমার গলার আওয়াজ যেমন পাড়ার সকলের চেনা।
৬) বেসন
স্ত্রী। থালা বেসন গুলো ধুয়ে রাখবে।
স্বামী। ওটা বেসন নয়, বাসন। লোকে কলা ভাজা খায়, কেউ থালা ভাজা খায় না।
৭) ব্লাড লস
'মশাটা কতখানি রক্ত খেয়েছে আমার। রক্ত খেয়ে ওর পেট ফুলে ঢোল হয়ে গেছে। ও এক জায়গাতেই বসে আছে আর নড়তে পারছে না'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৯/২০২৩বাঃ, বেশ।
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৯/২০২৩নিঃন্দেহে প্রাণ আছে!
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২৩সুন্দর লেখা।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২৩চমৎকার নান্দনিক