কাঙাল
সকলের সামনে অপমান করে
ক্ষমা চাইছেন সকলের আড়ালে!
অপমান করার দুঃসাহস আছে বৈকি
কিন্তু নিজের দোষ স্বীকার করার
বিন্দুমাত্র কোনো সৎসাহস নেই?
কাপুরুষও আপনাকে দেখে লজ্জায়
মাথা নত করবে।
আপনাকে দেখে আমার রাগ
কোনো মতেই হয় না,
কেবল করুণা হয়।
আপনি যাকে ভিখারি বলেন,
তার কাছেই হাত পাতেন,
অতএব আপনি কাঙাল।
ক্ষমা চাইছেন সকলের আড়ালে!
অপমান করার দুঃসাহস আছে বৈকি
কিন্তু নিজের দোষ স্বীকার করার
বিন্দুমাত্র কোনো সৎসাহস নেই?
কাপুরুষও আপনাকে দেখে লজ্জায়
মাথা নত করবে।
আপনাকে দেখে আমার রাগ
কোনো মতেই হয় না,
কেবল করুণা হয়।
আপনি যাকে ভিখারি বলেন,
তার কাছেই হাত পাতেন,
অতএব আপনি কাঙাল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২৩ঠিক বলেছেন!
-
আব্দুর রহমান আনসারী ০২/০৯/২০২৩বেশ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৯/২০২৩ভাল।
-
ফয়জুল মহী ০১/০৯/২০২৩খুবই চমৎকার, ভালো লেগেছে লেখাটি।