সংসারে সকলের
সংসারে সকলের
মত অমত
মান অভিমান
সুবিধা অসুবিধা
সুখ দুঃখ
দশ থেকে সত্তর
নারী থেকে পুরুষ
সকলেরই থাকে।
সংসারে সকলের সকলকে
বোঝা উচিত।
কেবল দশ বুঝবে না সত্তরকে,
সত্তরও বুঝবে দশকে।
কেবল নারী বুঝবে না পুরুষকে,
পুরুষও বুঝবে নারীকে।
বোঝাটা (বোধশক্তি) যেন বোঝা (ভার) হয়ে না দাঁড়ায়,
তাহলেই সমূহ বিপদ!
মত অমত
মান অভিমান
সুবিধা অসুবিধা
সুখ দুঃখ
দশ থেকে সত্তর
নারী থেকে পুরুষ
সকলেরই থাকে।
সংসারে সকলের সকলকে
বোঝা উচিত।
কেবল দশ বুঝবে না সত্তরকে,
সত্তরও বুঝবে দশকে।
কেবল নারী বুঝবে না পুরুষকে,
পুরুষও বুঝবে নারীকে।
বোঝাটা (বোধশক্তি) যেন বোঝা (ভার) হয়ে না দাঁড়ায়,
তাহলেই সমূহ বিপদ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৮/২০২৩অতুলণীয় সমাপ্তি!
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৮/২০২৩অপূর্ব
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২৩সুন্দর লিখনি
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০২৩ভাল।