মুখের ওপর কথা
মুখ লাগাই নি মানে এমন নয় যে
আপনার সব কথা মেনে নিয়েছি।
আপনার মতো দুর্বল মূর্খের সাথে
অযথা তর্ক করে কোনো লাভ নেই তাই।
যেমন ক্যামেরার সামনে কারোকে ছোট করলে,
সকলের সামনে নিজেকেই ছোট করা হয়,
ঠিক তেমনই আপনার সাথে মুখ লাগালে,
নিজের অস্তিত্বকে ছোট করা হয়।
এখন থেকে আপনার কথা মেনে চলবো না,
আপনাকে সর্বদা এড়িয়ে চলবো
এবং বাজে কথায় কোনো দিনও আর কান দেবো না।
আপনার সব কথা মেনে নিয়েছি।
আপনার মতো দুর্বল মূর্খের সাথে
অযথা তর্ক করে কোনো লাভ নেই তাই।
যেমন ক্যামেরার সামনে কারোকে ছোট করলে,
সকলের সামনে নিজেকেই ছোট করা হয়,
ঠিক তেমনই আপনার সাথে মুখ লাগালে,
নিজের অস্তিত্বকে ছোট করা হয়।
এখন থেকে আপনার কথা মেনে চলবো না,
আপনাকে সর্বদা এড়িয়ে চলবো
এবং বাজে কথায় কোনো দিনও আর কান দেবো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০২৩যৌক্তিক বাণী।
-
আলমগীর সরকার লিটন ৩০/০৮/২০২৩সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২৩অপূর্ব
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২৩বেশ সুন্দর লিখেছেন। অনুপম।