শকুন
লোকটার শকুনের চোখ-
কোনো বাড়ির জানলার পর্দা না থাকলেই হল-
উঁকি মারবেই মারবে।
তাকানোটা মোটেই ভালো নয়-
ঘরের ভিতর কে কি বেশে আছে,
সেটা দেখার জন্য নয়:
কারো সুখ দেখতে পারে না।
শকুন কেবল মরা খায়-
লোকটা জ্যান্ত মানুষের শান্তি
আস্ত গিলে খায়!
কোনো বাড়ির জানলার পর্দা না থাকলেই হল-
উঁকি মারবেই মারবে।
তাকানোটা মোটেই ভালো নয়-
ঘরের ভিতর কে কি বেশে আছে,
সেটা দেখার জন্য নয়:
কারো সুখ দেখতে পারে না।
শকুন কেবল মরা খায়-
লোকটা জ্যান্ত মানুষের শান্তি
আস্ত গিলে খায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৮/২০২৩উপমাটি সুন্দর-বাস্তবতাও তাই।
-
ফয়জুল মহী ২৫/০৮/২০২৩চমৎকার লিখেছেন,
-
অভিজিৎ হালদার ২৫/০৮/২০২৩বেশ ভাবনা
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৮/২০২৩অনুপম ভাবের অনিন্দ্যসুন্দর প্রকাশ