অবরুদ্ধ দ্বার ও অন্যান্য
১) অবরুদ্ধ দ্বার
'নাম কি'?
'আজ্ঞে, অনিরুদ্ধ দাশ'।
'কি বললে, অবরুদ্ধ দ্বার'!
২) পোষ্য
কুকুর পোষো ক্ষতি নেই।
বিড়াল পোষো ক্ষতি নেই।
চাইলে ইঁদুরও পুষতে পারো।
এতেও কোনো ক্ষতি নেই।
কিন্তু কোনো ভুল ধারণা কখনো মনে পুষো না।
৩) ব্লু বেগুন
স্ত্রী। বিয়ের পরে আমরা ব্লু বেগুন সিনেমা দেখেছিলাম।
স্বামী। ওটা বেগুন নয়, লেগুন, লেগুন।
৪) উচ্চারণ
ভদ্রলোকের উচ্চারণ কেমন যেন!
আমরা বলি, 'ইস', তিনি বলেন, 'ইজ'।
আমরা বলি, 'ওয়াস', তিনি বলেন, 'ওয়াজ'।
আমরা বলি, 'এস', তিনি বলেন, 'এজ'।
তাহলে নিশ্চয় তিনি 'রোজ' দিয়ে 'প্রপোজ' করবেন।
'নাম কি'?
'আজ্ঞে, অনিরুদ্ধ দাশ'।
'কি বললে, অবরুদ্ধ দ্বার'!
২) পোষ্য
কুকুর পোষো ক্ষতি নেই।
বিড়াল পোষো ক্ষতি নেই।
চাইলে ইঁদুরও পুষতে পারো।
এতেও কোনো ক্ষতি নেই।
কিন্তু কোনো ভুল ধারণা কখনো মনে পুষো না।
৩) ব্লু বেগুন
স্ত্রী। বিয়ের পরে আমরা ব্লু বেগুন সিনেমা দেখেছিলাম।
স্বামী। ওটা বেগুন নয়, লেগুন, লেগুন।
৪) উচ্চারণ
ভদ্রলোকের উচ্চারণ কেমন যেন!
আমরা বলি, 'ইস', তিনি বলেন, 'ইজ'।
আমরা বলি, 'ওয়াস', তিনি বলেন, 'ওয়াজ'।
আমরা বলি, 'এস', তিনি বলেন, 'এজ'।
তাহলে নিশ্চয় তিনি 'রোজ' দিয়ে 'প্রপোজ' করবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০২৩বেশ!
-
বোরহানুল ইসলাম লিটন ২৫/০৮/২০২৩সবকটি অনন্য!
-
আব্দুর রহমান আনসারী ২৪/০৮/২০২৩অনিন্দ্যসুন্দর