ভুল
সংসারে থাকতে গেলে
অপরের ভুল দেখলেও ধরতে নেই,
ধরতে হয় কেবল নিজের ভুল-
তা না হলে ভুলেই ভরে যাবে সংসার।
আমিত্ব ত্যাগ করলেই
'আমি' ভাব চলে গিয়ে
'আমরা' শব্দটা জন্মায়।
'আমরা' যেখানে স্বচ্ছ,
সেখানে হারায় 'তোমরা'।
'তুমি' থাকলেও থাকতে পারে-
'তুমি'র মধ্যে কোনো ভুল নেই।
তাই অযথা 'আমরা' 'তোমরা' না করে,
নিজের ভুল নিজে শোধন করো
আর সংসারকে জীবনের সাথে বেঁধে রাখো।
অপরের ভুল দেখলেও ধরতে নেই,
ধরতে হয় কেবল নিজের ভুল-
তা না হলে ভুলেই ভরে যাবে সংসার।
আমিত্ব ত্যাগ করলেই
'আমি' ভাব চলে গিয়ে
'আমরা' শব্দটা জন্মায়।
'আমরা' যেখানে স্বচ্ছ,
সেখানে হারায় 'তোমরা'।
'তুমি' থাকলেও থাকতে পারে-
'তুমি'র মধ্যে কোনো ভুল নেই।
তাই অযথা 'আমরা' 'তোমরা' না করে,
নিজের ভুল নিজে শোধন করো
আর সংসারকে জীবনের সাথে বেঁধে রাখো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/০৮/২০২৩অতুলনীয় লেখা , মুগ্ধতা ছুঁয়ে যায়
-
এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য ১৪/০৮/২০২৩অসাধারণ। আমিত্ম আমার আমি বা কার।
-
অভিজিৎ হালদার ১৩/০৮/২০২৩বেশ ভালো ভাবনার বহিঃপ্রকাশ।
-
আলমগীর সরকার লিটন ১৩/০৮/২০২৩সুন্দর অনেক বোধময় প্রকাশ
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৮/২০২৩যথাযথ
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০৮/২০২৩একদম!