স্বাবলম্বী ও তুলনা
১) স্বাবলম্বী
'আমার মেয়ে স্বাবলম্বী, তোমার পয়সা ওর লাগবে না'।
'সে যদি প্রকৃত স্বাবলম্বী হয়,
তাহলে একটা বেকার ছেলেকে সম্মান দিয়ে বসিয়ে খাওয়াক তো দেখি।
যে ছেলে ওর থেকে উঁচু পোস্টে চাকরি করে, তার কাছে এসেছে ও'।
২) তুলনা
'কে বড় বলুন তো,
রবি ঠাকুর না নজরুল'?
'দাদা, যে যার আসনে বড়,
কারো আসন কেউ নিতে পারে না।
এখানে তুলনা করা পাপ।
আমরা কেউ যোগ্য নোই এঁদের বিচার করার।
যে যার মহিমায় বড়,
দুজনেই মহান'।
'আমার মেয়ে স্বাবলম্বী, তোমার পয়সা ওর লাগবে না'।
'সে যদি প্রকৃত স্বাবলম্বী হয়,
তাহলে একটা বেকার ছেলেকে সম্মান দিয়ে বসিয়ে খাওয়াক তো দেখি।
যে ছেলে ওর থেকে উঁচু পোস্টে চাকরি করে, তার কাছে এসেছে ও'।
২) তুলনা
'কে বড় বলুন তো,
রবি ঠাকুর না নজরুল'?
'দাদা, যে যার আসনে বড়,
কারো আসন কেউ নিতে পারে না।
এখানে তুলনা করা পাপ।
আমরা কেউ যোগ্য নোই এঁদের বিচার করার।
যে যার মহিমায় বড়,
দুজনেই মহান'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০২৩বেশ তো!
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২৩(২) ভীষণ অন্তরে দাগ কাটলো!
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৮/২০২৩অনুপম লেখায় মুগ্ধতা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৮/২০২৩বেশ
-
ফয়জুল মহী ০৬/০৮/২০২৩চমৎকার অনুভূতি প্রকাশ