দু রকম ব্যাখ্যা
'এভাবে লিখো না
যে ঈশ্বর আমাকে আরো দুঃখ দাও,
যাতে আমি তোমার স্বরূপ চিনতে পারি।
লেখো,
আমি তোমায় চিনতে পারিনি বলেই
কি তুমি আমায় দুঃখ দিলে'?
'যত দুঃখ পাবে,
ততই লড়তে শিখবে দুঃখ থেকে বাঁচার জন্য।
লড়াকু প্রাণ কখনো হারে না-
তার জীবনের বাঁকে বাঁকে আত্মোপলব্ধি হয়।
আত্মোপলব্ধি ঈশ্বরের নানান রূপ।
যে চিরসুখী,
সে লড়ে কোথায়?
আর যে আগে থেকেই হেরে বসে আছে,
তার আত্মোপলব্ধি হবে কিভাবে'?
যে ঈশ্বর আমাকে আরো দুঃখ দাও,
যাতে আমি তোমার স্বরূপ চিনতে পারি।
লেখো,
আমি তোমায় চিনতে পারিনি বলেই
কি তুমি আমায় দুঃখ দিলে'?
'যত দুঃখ পাবে,
ততই লড়তে শিখবে দুঃখ থেকে বাঁচার জন্য।
লড়াকু প্রাণ কখনো হারে না-
তার জীবনের বাঁকে বাঁকে আত্মোপলব্ধি হয়।
আত্মোপলব্ধি ঈশ্বরের নানান রূপ।
যে চিরসুখী,
সে লড়ে কোথায়?
আর যে আগে থেকেই হেরে বসে আছে,
তার আত্মোপলব্ধি হবে কিভাবে'?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২৩বেশ ভালো!
-
আমি-তারেক ০৭/০৮/২০২৩Vinno rokom onuvutir prokash
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৮/২০২৩ভালো। বেশ সুন্দর লেখা। শুভেচ্ছা একরাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৮/২০২৩চমৎকার
-
ফয়জুল মহী ০৬/০৮/২০২৩চমৎকার প্রকাশ