উজবুক ও অন্যান্য
১) উজবুক
স্যার। বলো দেখি উজবেকিস্তানে কি পাওয়া যায়?
ছাত্র। উজবেকিস্তানে প্রচুর উজবুক পাওয়া যায়।
২) এসি
তমাল। ঘরে এসি লাগিয়েছো দেখছি।
সাধন। জামাই এসে থাকে মাঝে মাঝে।
তমাল। বাব্বা! বিএ পাস জামাই-এর জন্য এসি, এমএ পাস হলে তো এন্টার্কটিকা মহাসাগর থেকে হিমশৈল নিয়ে আসতে আর পিএইচডি হলে টাইটানিক-এর সাথে যে হিমশৈলের ধাক্কা লেগেছিল, সেটা নিয়ে আসতে!
৩) বুদ্ধি
স্যার। কোন প্রাণীর বুদ্ধি সব থেকে বেশি?
ছাত্র। বুদ্ধিস্ট।
৪) ব্রেন
বাবা। কোন কোচিং-এ ভর্তি হবে ভাবছো?
ছেলে। ব্রেনওয়্যার।
বাবা। একেবারে ব্রেনওয়াশ করে ছেড়ে দেবে!
স্যার। বলো দেখি উজবেকিস্তানে কি পাওয়া যায়?
ছাত্র। উজবেকিস্তানে প্রচুর উজবুক পাওয়া যায়।
২) এসি
তমাল। ঘরে এসি লাগিয়েছো দেখছি।
সাধন। জামাই এসে থাকে মাঝে মাঝে।
তমাল। বাব্বা! বিএ পাস জামাই-এর জন্য এসি, এমএ পাস হলে তো এন্টার্কটিকা মহাসাগর থেকে হিমশৈল নিয়ে আসতে আর পিএইচডি হলে টাইটানিক-এর সাথে যে হিমশৈলের ধাক্কা লেগেছিল, সেটা নিয়ে আসতে!
৩) বুদ্ধি
স্যার। কোন প্রাণীর বুদ্ধি সব থেকে বেশি?
ছাত্র। বুদ্ধিস্ট।
৪) ব্রেন
বাবা। কোন কোচিং-এ ভর্তি হবে ভাবছো?
ছেলে। ব্রেনওয়্যার।
বাবা। একেবারে ব্রেনওয়াশ করে ছেড়ে দেবে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৮/২০২৩অসাধারণ সবকটি!
-
সুসঙ্গ শাওন ০৫/০৮/২০২৩বেশ ভালো
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২৩Excellent
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২৩অনুপম