আদর্শ
আদর্শ এমন জিনিস
সে জীবনকে তোয়াক্কা করে না।
জীবনের মায়া সাংঘাতিক
সে তা মানে না।
ভেসে যায় দলিল, দ্রব্য ও দর্প-
নীতির ভিড়ে সংসার টেকে না।
সন্ন্যাসীর মতো সব হারিয়ে
দাঁড়ায় এসে মৃত্যর কিনারে, হার সে মানে না।
সব ভেসে গেলেও
আদর্শ ভাসে না।
সে জীবনকে তোয়াক্কা করে না।
জীবনের মায়া সাংঘাতিক
সে তা মানে না।
ভেসে যায় দলিল, দ্রব্য ও দর্প-
নীতির ভিড়ে সংসার টেকে না।
সন্ন্যাসীর মতো সব হারিয়ে
দাঁড়ায় এসে মৃত্যর কিনারে, হার সে মানে না।
সব ভেসে গেলেও
আদর্শ ভাসে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৮/২০২৩অনন্য!
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২৩খুব সুন্দর ব্যঞ্জনা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৮/২০২৩সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৮/২০২৩চমৎকার আলোচনায় মুগ্ধ
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৮/২০২৩চমৎকার আলোচনা
-
আলমগীর সরকার লিটন ০৩/০৮/২০২৩চমৎকার কাব্যিক