ত্যাগ
স্বার্থপরতায় প্রেম নেই,
স্বার্থত্যাগেই প্রেম।
লোকে বলে:
ত্যাগ শিখলে মানুষ সন্ন্যাসী হয়।
আমি বলি:
ত্যাগ শিখলে মানুষ প্রেমিক হয়।
তাই ত্যাগ শিখে এসো,
প্রত্যুত্তরে বিশ্বাস পাবে।
প্রেমে আর কী চাই!
স্বার্থত্যাগেই প্রেম।
লোকে বলে:
ত্যাগ শিখলে মানুষ সন্ন্যাসী হয়।
আমি বলি:
ত্যাগ শিখলে মানুষ প্রেমিক হয়।
তাই ত্যাগ শিখে এসো,
প্রত্যুত্তরে বিশ্বাস পাবে।
প্রেমে আর কী চাই!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৮/২০২৩বাহ্
-
ফয়জুল মহী ০২/০৮/২০২৩বাহ চমৎকার লেখা
-
আব্দুর রহমান আনসারী ০২/০৮/২০২৩ভালো লেখায় একরাশ মুগ্ধতা