নিজের জায়গা
সকলের আত্মসম্মান থাকাটা দরকার,
তবে কারো কোনো অহংকার থাকা মোটেই ভাল নয়।
আমি কারো থেকে বড় বা ছোট নোই-
আমি নিজের জায়গায় ঠিক-
তুলনা করা পাপ।
যে নিজেকে সম্মান করতে জানে,
সে অপরকে কখনো ছোট করে,
তার কাছে নিজে ছোট হয় না।
যে অপরকে অসম্মান করে,
সে নিজেকেই বারবার ছোট করে
গোটা সমাজের সামনে।
অহংকার দেখানো পাপ-
এতে শত্রু বাড়ে।
প্রত্যেক মানুষ অপরের অসময়ে সুযোগ খোঁজে।
কুকুর কামড়ালে, তাকে কামড়াতে নেই কখনো,
তাকে পোষ মানাতে হয় সুকৌশলে।
লোকে অহংকার দেখাক না,
তাতে কী এসে যায়!
আমি আমার জায়গাতে,
সে তার জায়গাতেই।
তবে কারো কোনো অহংকার থাকা মোটেই ভাল নয়।
আমি কারো থেকে বড় বা ছোট নোই-
আমি নিজের জায়গায় ঠিক-
তুলনা করা পাপ।
যে নিজেকে সম্মান করতে জানে,
সে অপরকে কখনো ছোট করে,
তার কাছে নিজে ছোট হয় না।
যে অপরকে অসম্মান করে,
সে নিজেকেই বারবার ছোট করে
গোটা সমাজের সামনে।
অহংকার দেখানো পাপ-
এতে শত্রু বাড়ে।
প্রত্যেক মানুষ অপরের অসময়ে সুযোগ খোঁজে।
কুকুর কামড়ালে, তাকে কামড়াতে নেই কখনো,
তাকে পোষ মানাতে হয় সুকৌশলে।
লোকে অহংকার দেখাক না,
তাতে কী এসে যায়!
আমি আমার জায়গাতে,
সে তার জায়গাতেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০৮/২০২৩
-
আলমগীর সরকার লিটন ০১/০৮/২০২৩সুন্দর অনুভব
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৮/২০২৩অহংকার সুন্দর জীবনের হন্তারক!
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২৩দারুন সুন্দর
এক কথায় অতুলনীয়।