বিল্লি
আকাশ মারা গেছে
আর বিকাশ বসে বসে মাছ ভাত খাচ্ছে।
কোনো আবেগই নেই মনে!
আকাশের মতো উদার ও নয়,
তাই বিকাশ ঘটেনি পুরোপুরি।
আকাশের শেষ কাজ মানুষ করলো।
বিকাশ নির্বিকার।
যে মানুষ তার বাবাকে
সারা জীবন কুচো খাইয়ে
নিয়ম ভঙ্গের দিন গলদা খাওয়ায়,
নিজের শেষ দায় ঝেড়ে ফেলে,
সেই মানুষ আবার বিড়ালের দোষ দেখে!
তবে বিড়াল মরলে বিড়াল কাঁদে না,
মানুষ মরার আগের দিন বিড়াল কাঁদে!
আর বিকাশ বসে বসে মাছ ভাত খাচ্ছে।
কোনো আবেগই নেই মনে!
আকাশের মতো উদার ও নয়,
তাই বিকাশ ঘটেনি পুরোপুরি।
আকাশের শেষ কাজ মানুষ করলো।
বিকাশ নির্বিকার।
যে মানুষ তার বাবাকে
সারা জীবন কুচো খাইয়ে
নিয়ম ভঙ্গের দিন গলদা খাওয়ায়,
নিজের শেষ দায় ঝেড়ে ফেলে,
সেই মানুষ আবার বিড়ালের দোষ দেখে!
তবে বিড়াল মরলে বিড়াল কাঁদে না,
মানুষ মরার আগের দিন বিড়াল কাঁদে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৩/১০/২০২৩❤️
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৮/২০২৩প্রাণ আছে!
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২৩অনন্য ভাবনা
শুভকামনা অনিঃশেষ -
আব্দুর রহমান আনসারী ৩০/০৭/২০২৩সুন্দর লেখায় অভিভূত