বেঈমান
মানুষ বেঈমান,
কুকুর বেঈমান নয়।
তাই মানুষ কুকুর পোষে,
কুকুর কখনো মানুষ পোষে না!
মানুষ এই কারণে কুকুর পোষে,
যাতে বেঈমানের সাথে তার পোষ্য
কখনো বেইমানি না করে।
কুকুর এই কারণে মানুষ পোষে না,
যাতে কোনো বেঈমান তার সরলতার
সুযোগ নিতে না পারে।
কুকুর বেঈমান নয়।
তাই মানুষ কুকুর পোষে,
কুকুর কখনো মানুষ পোষে না!
মানুষ এই কারণে কুকুর পোষে,
যাতে বেঈমানের সাথে তার পোষ্য
কখনো বেইমানি না করে।
কুকুর এই কারণে মানুষ পোষে না,
যাতে কোনো বেঈমান তার সরলতার
সুযোগ নিতে না পারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৮/২০২৩বেশ! বেশ!
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২৩Excellent
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৭/২০২৩একদম অসামান্য!
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৭/২০২৩অপূর্ব