রানীর জাল
রানী জাল ফেললেন গঙ্গায়
যাতে ডাকাতের দল না ঢুকতে পারে
তাঁর রাজ্যের সীমানায়।
ডাকাত পালাতে বাধ্য হল।
মা কালীর অশেষ কৃপা!
মায়ের সন্তানেরা ভেসে যায় নি
উপনিবেশবাদ-এর অজানায়।
রানীর মধ্যেই মা আছেন!
যাতে ডাকাতের দল না ঢুকতে পারে
তাঁর রাজ্যের সীমানায়।
ডাকাত পালাতে বাধ্য হল।
মা কালীর অশেষ কৃপা!
মায়ের সন্তানেরা ভেসে যায় নি
উপনিবেশবাদ-এর অজানায়।
রানীর মধ্যেই মা আছেন!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২৩বাহ চমৎকার.
-
সুসঙ্গ শাওন ১৭/০৭/২০২৩বেশ সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৭/২০২৩অনন্যসাধারণ। অনুপম।