ধ্যান করো
মানুষের ভিতরেই পশু বিরাজমান,
তাকে কখনো দিও না জাগতে।
নিজের অন্তরের স্রোতকে চেনো,
অন্তরের মরুকে ভেজাও প্রাণের জলে
ও দূর করো সকল শুষ্কতা।
মরু নদী পাশাপাশি,
তবু এক ভাগ জল ও তিন ভাগ স্থল।
কখনোই শুকাবে না এই জগৎ,
এটাই আশ্বাস!
তাকে কখনো দিও না জাগতে।
নিজের অন্তরের স্রোতকে চেনো,
অন্তরের মরুকে ভেজাও প্রাণের জলে
ও দূর করো সকল শুষ্কতা।
মরু নদী পাশাপাশি,
তবু এক ভাগ জল ও তিন ভাগ স্থল।
কখনোই শুকাবে না এই জগৎ,
এটাই আশ্বাস!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০২৩সুন্দর উপমা!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১০/০৭/২০২৩😄
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২৩সুন্দর
-
আব্দুর রহমান আনসারী ১০/০৭/২০২৩অনুপম সত্য কথ্ন। ভালো লেখায় একরাশ মুগ্ধতা।