পেয়ার ও অন্যন্য
১) পেয়ার
অভয়। রোজ সকালে উঠে পেয়ার করবে, তাহলেই মন ঠিক থাকবে।
বিনয়। কথাটা পেয়ার নয়, প্রেয়ার।
২) ভয়ঙ্কর
'আমার বাবার নাম তীর্থঙ্কর। আমার নাম প্রিয়ঙ্কর। কবি, আপনি বলুন ছেলের নাম কি রাখবো'?
'ছেলের নাম রাখুন ভয়ঙ্কর'।
৩) হাতে ব্যথা
ঘাড়ে ব্যথা মানে যদি স্পন্ডিলাইটিস হয়,
তাহলে হাতে ব্যথা নিশ্চয় হ্যান্ডিলাইটিস হবে।
৪) গোলমরিচ
স্ত্রী। আমি তোমায় গরমমশলা আনতে বলেছিলাম, আর তুমি আনলে গোলমরিচ।
স্বামী। গোলমরিচ গরম করলেই গরমমশলা হয়ে যাবে।
অভয়। রোজ সকালে উঠে পেয়ার করবে, তাহলেই মন ঠিক থাকবে।
বিনয়। কথাটা পেয়ার নয়, প্রেয়ার।
২) ভয়ঙ্কর
'আমার বাবার নাম তীর্থঙ্কর। আমার নাম প্রিয়ঙ্কর। কবি, আপনি বলুন ছেলের নাম কি রাখবো'?
'ছেলের নাম রাখুন ভয়ঙ্কর'।
৩) হাতে ব্যথা
ঘাড়ে ব্যথা মানে যদি স্পন্ডিলাইটিস হয়,
তাহলে হাতে ব্যথা নিশ্চয় হ্যান্ডিলাইটিস হবে।
৪) গোলমরিচ
স্ত্রী। আমি তোমায় গরমমশলা আনতে বলেছিলাম, আর তুমি আনলে গোলমরিচ।
স্বামী। গোলমরিচ গরম করলেই গরমমশলা হয়ে যাবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৯/২০২৩ভালো লাগল।
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৭/২০২৩রাম গরুরের ছানা হাসতে তাদের মানা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৭/২০২৩♥️