মারপিট
'তুমি মারপিট করতে পারো না,
তুমি দুর্বল'।
'আমার মধ্যে যিনি আছেন,
তোমার মধ্যেও তিনি আছেন।
তোমাকে অসম্মান করা মানে,
নিজেকেই অসম্মান করা'।
'বুঝলাম, তুমি সবথেকে সবল'।
'সবল কিনা জানি না, তবে উদার'।
তুমি দুর্বল'।
'আমার মধ্যে যিনি আছেন,
তোমার মধ্যেও তিনি আছেন।
তোমাকে অসম্মান করা মানে,
নিজেকেই অসম্মান করা'।
'বুঝলাম, তুমি সবথেকে সবল'।
'সবল কিনা জানি না, তবে উদার'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৪/০৭/২০২৩সুন্দর লিখেছেন
-
সুসঙ্গ শাওন ০৪/০৭/২০২৩মানুষকে ভালোবাসাতেই প্রকৃত সুখ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৭/২০২৩বেশ সুন্দর কবিতা।
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/০৭/২০২৩দুর্দান্ত!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২/০৭/২০২৩👍👍