চার দেওয়াল
'তোমাদের জ্ঞান ল্যাবের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ।
পুরো ক্যাম্পাস আমাদের ল্যাব'।
আর্টসের ছাত্রের কথা।
'আমরা ল্যাবে বসে
এক গ্রহ থেকে অন্য গ্রহে রকেট পাঠাই,
ভ্যাকসিন আবিষ্কার করি গোটা জাতির মুক্তির জন্য।
আর তোমরা সারা ক্যাম্পাস ঘুরে কেবল লেজ নেড়ে বেড়াও'।
বিজ্ঞানের ছাত্রের জবাব।
চার দেওয়াল কেবল মনের ভিতরে-
যার মনে কোনও দেওয়াল নেই,
তার ঘরের চার দেওয়ালও খোলা!
সব বিজ্ঞানীদের তাই বাসা ভাঙা...
পুরো ক্যাম্পাস আমাদের ল্যাব'।
আর্টসের ছাত্রের কথা।
'আমরা ল্যাবে বসে
এক গ্রহ থেকে অন্য গ্রহে রকেট পাঠাই,
ভ্যাকসিন আবিষ্কার করি গোটা জাতির মুক্তির জন্য।
আর তোমরা সারা ক্যাম্পাস ঘুরে কেবল লেজ নেড়ে বেড়াও'।
বিজ্ঞানের ছাত্রের জবাব।
চার দেওয়াল কেবল মনের ভিতরে-
যার মনে কোনও দেওয়াল নেই,
তার ঘরের চার দেওয়ালও খোলা!
সব বিজ্ঞানীদের তাই বাসা ভাঙা...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ০৪/০৭/২০২৩বেশ গভীর চিন্তাভাবনা
-
আব্দুর রহমান আনসারী ০২/০৭/২০২৩বেশ ভাল
-
ফয়জুল মহী ০১/০৭/২০২৩চমৎকার একটি লেখা পড়লাম
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৭/২০২৩সুন্দর চারদেয়াল।