মৌ দিদি
বড় পোস্টে চাকরি করে দেমাক তো হবেই।
ওর কারোকে প্রয়োজন নেই-
একাই ও স্বয়ংসমৃদ্ধা।
একা থাকবে, একা খাবে, একা ঘুরবে-
সব একা একাই করবে-
দোকা হওয়ার ওর কোনো প্রয়োজন নেই।
ও ঠিক করে নিয়েছে যে
ও একা বাঁচবে,
যদিও কোনো মানুষ কখনোই একা বাঁচতে পারে না।
আমি দেখি আর ভাবি-
জীবন থেকে যাপন আলাদা নয়,
তবু ও কী করে স্বাবলম্বী হয়ে
দুটো শব্দকে সহজেই আলাদা করে দিলো!
ওর কারোকে প্রয়োজন নেই-
একাই ও স্বয়ংসমৃদ্ধা।
একা থাকবে, একা খাবে, একা ঘুরবে-
সব একা একাই করবে-
দোকা হওয়ার ওর কোনো প্রয়োজন নেই।
ও ঠিক করে নিয়েছে যে
ও একা বাঁচবে,
যদিও কোনো মানুষ কখনোই একা বাঁচতে পারে না।
আমি দেখি আর ভাবি-
জীবন থেকে যাপন আলাদা নয়,
তবু ও কী করে স্বাবলম্বী হয়ে
দুটো শব্দকে সহজেই আলাদা করে দিলো!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১২/০৭/২০২৩সুন্দর
-
বিধান চন্দ্র ধর ০৭/০৭/২০২৩অনবদ্য
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৯/০৬/২০২৩🌹
-
বোরহানুল ইসলাম লিটন ২৯/০৬/২০২৩বেশ!
-
ফয়জুল মহী ২৮/০৬/২০২৩অসাধারণ লেখা