কাকুভাই ও জ্যাঠাবাবু
১) কাকুভাই
কাকুভাই যায়
খরম পায়ে।
দৌড়াতে লাগে না কোনো সময়-
বিষয় সম্পত্তি বেড়ে চলে অজানায়।
যত বাড়ে টাকা
খেল দেখায় ক্ষমতায়।
যাকে পায় সামনে
ধরে খেয়ে নেয়।
পুলিশ আসে না,
কোর্টের আদেশ হতাশায়।
২) জ্যাঠাবাবু
জ্যাঠাবাবু গোল্লায় বিদ্যায়।
ক্লাস ফোর-এ তিন বার ডিগবাজি খায়।
মাথায় প্রচুর ফন্দি-
টোপ গেলে জনতায়।
সবার মাথার ওপর
সে ছড়ি ঘোরায়।
এই কথা সেই কথা,
কত রকমের কথায় কথায়।
মিথ্যের জালে আটকে জীবন-
মানুষের মাথা নত ক্ষমতায়।
কাকুভাই যায়
খরম পায়ে।
দৌড়াতে লাগে না কোনো সময়-
বিষয় সম্পত্তি বেড়ে চলে অজানায়।
যত বাড়ে টাকা
খেল দেখায় ক্ষমতায়।
যাকে পায় সামনে
ধরে খেয়ে নেয়।
পুলিশ আসে না,
কোর্টের আদেশ হতাশায়।
২) জ্যাঠাবাবু
জ্যাঠাবাবু গোল্লায় বিদ্যায়।
ক্লাস ফোর-এ তিন বার ডিগবাজি খায়।
মাথায় প্রচুর ফন্দি-
টোপ গেলে জনতায়।
সবার মাথার ওপর
সে ছড়ি ঘোরায়।
এই কথা সেই কথা,
কত রকমের কথায় কথায়।
মিথ্যের জালে আটকে জীবন-
মানুষের মাথা নত ক্ষমতায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩মজাদার ছড়া
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৯/২০২৩রকমারি ছড়া!
-
বিধান চন্দ্র ধর ০৭/০৭/২০২৩প্রিয় কবি লিখতে থাকুন অবিরত
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৬/২০২৩ভালোবাসা রইলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৬/২০২৩খুবই সুন্দর প্রকাশ।