www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাকুভাই ও জ্যাঠাবাবু

১) কাকুভাই

কাকুভাই যায়
খরম পায়ে।
দৌড়াতে লাগে না কোনো সময়-
বিষয় সম্পত্তি বেড়ে চলে অজানায়।
যত বাড়ে টাকা
খেল দেখায় ক্ষমতায়।
যাকে পায় সামনে
ধরে খেয়ে নেয়।
পুলিশ আসে না,
কোর্টের আদেশ হতাশায়।

২) জ্যাঠাবাবু

জ্যাঠাবাবু গোল্লায় বিদ্যায়।
ক্লাস ফোর-এ তিন বার ডিগবাজি খায়।
মাথায় প্রচুর ফন্দি-
টোপ গেলে জনতায়।
সবার মাথার ওপর
সে ছড়ি ঘোরায়।
এই কথা সেই কথা,
কত রকমের কথায় কথায়।
মিথ্যের জালে আটকে জীবন-
মানুষের মাথা নত ক্ষমতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast