পচা কথা
'কী বোকা!
কেবল পচা কথায় কান দেয়'!
'ও বোকা নয়, দারুণ অভিমানী।
তাই অযথা কষ্ট পায়।
অভিমানীর জ্বালা আগুনের থেকেও বেশি-
তাই এই জগতে সে সবথেকে দুঃখী'!
'সব অভিমান ভুলে তালে তাল মেলালেই হয়'।
'সবাই সব কিছু পারে না-
যেমন সুখ দুঃখকে ছেড়ে থাকতেই পারে না'।
কেবল পচা কথায় কান দেয়'!
'ও বোকা নয়, দারুণ অভিমানী।
তাই অযথা কষ্ট পায়।
অভিমানীর জ্বালা আগুনের থেকেও বেশি-
তাই এই জগতে সে সবথেকে দুঃখী'!
'সব অভিমান ভুলে তালে তাল মেলালেই হয়'।
'সবাই সব কিছু পারে না-
যেমন সুখ দুঃখকে ছেড়ে থাকতেই পারে না'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২৩সুন্দর
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৬/২০২৩অপূর্ব লেখা
-
সুসঙ্গ শাওন ২৫/০৬/২০২৩অভিমান বড্ড ভয়ংকর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৬/২০২৩অভিমান আপেক্ষিক ব্যাপার।
-
পরিতোষ ভৌমিক ২ ২৪/০৬/২০২৩সুন্দর উপস্থাপনা ।