লেখা
যখন সংগ্রাম করছি
দারুণ লেখা বেরোয়,
পথ দেখায় সংগ্রাম-
শরীরের ঘাম ভেজায় রক্ত,
রক্ত ভেজায় কলমের কালি।
যখন দাঁড়িয়ে গেলাম
চারদিকে শুধুই প্রশান্তি,
শান্ত জীবনে নেই কোনো সংগ্রাম।
ঘাম ঝরে না,
তাই নিস্তেজ রক্ত।
রক্ত নিস্তেজ বলেই শুকনো কালি।
সংগ্রাম শেষ, লেখাও শেষ।
দারুণ লেখা বেরোয়,
পথ দেখায় সংগ্রাম-
শরীরের ঘাম ভেজায় রক্ত,
রক্ত ভেজায় কলমের কালি।
যখন দাঁড়িয়ে গেলাম
চারদিকে শুধুই প্রশান্তি,
শান্ত জীবনে নেই কোনো সংগ্রাম।
ঘাম ঝরে না,
তাই নিস্তেজ রক্ত।
রক্ত নিস্তেজ বলেই শুকনো কালি।
সংগ্রাম শেষ, লেখাও শেষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২৩অনুপম
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৮/০৭/২০২৩🌹🌹
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৬/২০২৩অপূর্ব
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৬/২০২৩খুব সুন্দর সংগ্রাম।
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৬/২০২৩নিঃসন্দেহে অনন্য!
-
ফয়জুল মহী ২৩/০৬/২০২৩সুন্দর লিখেছেন ।
অনেক শুভেচ্ছা ভালোবাসা রহিলো ।