সাহস
কম বেশি সবার থাকে।
কমটা সৎসাহস
আর বেশিটা দুঃসাহস।
প্রজার কম সাহস
কিন্তু দীর্ঘস্থায়ী,
রাজার বেশি
তবু ক্ষণস্থায়ী।
পুলিশের সাহস সৈন্যদের থেকেও বেশি-
পুতুল নাচ নাচতে প্রথমজন সদা অভ্যস্ত!
বিজ্ঞানী,ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক ইত্যাদি
একেক জনের একেক রকম সাহস,
তবে সবকটি কম।
বিজ্ঞানীর সমাজ বাঁচাবার সাহস।
ডাক্তারের সাহস অঙ্গীকারের।
ইঞ্জিনিয়ারদের বুনিয়াদি সাহস।
অধ্যাপকের শিক্ষা রক্ষার সাহস।
কৃষকের খিদে মেটানোর সাহস।
সৈনিকের সাহস আত্মবলিদানের,
যদিও সে বলির পাঁঠা।
শ্রমিকের সাহস সভ্যতার ঘড়িতে দম দেওয়ার।
চাটুকারেরও সাহস আছে।
মানে যারা লেখেন।
তবে সেটা কখনো বেশি, কখনো কম-
সদা নির্ভরশীল পা চাটার ওপর।
শিল্পীদের একেক রকম রং-
তাই সাহস:
কম থেকে বেশি,
আবার বেশি থেকে কম।
এরা চাটুকারের মতো জুতো চাটে না,
চাটে হাতের তালু।
আমার সাহস চিরস্থায়ী,
তাই যেকোনো প্রভাবশালীর থেকে অনেক অংশে কম!
কমটা সৎসাহস
আর বেশিটা দুঃসাহস।
প্রজার কম সাহস
কিন্তু দীর্ঘস্থায়ী,
রাজার বেশি
তবু ক্ষণস্থায়ী।
পুলিশের সাহস সৈন্যদের থেকেও বেশি-
পুতুল নাচ নাচতে প্রথমজন সদা অভ্যস্ত!
বিজ্ঞানী,ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক ইত্যাদি
একেক জনের একেক রকম সাহস,
তবে সবকটি কম।
বিজ্ঞানীর সমাজ বাঁচাবার সাহস।
ডাক্তারের সাহস অঙ্গীকারের।
ইঞ্জিনিয়ারদের বুনিয়াদি সাহস।
অধ্যাপকের শিক্ষা রক্ষার সাহস।
কৃষকের খিদে মেটানোর সাহস।
সৈনিকের সাহস আত্মবলিদানের,
যদিও সে বলির পাঁঠা।
শ্রমিকের সাহস সভ্যতার ঘড়িতে দম দেওয়ার।
চাটুকারেরও সাহস আছে।
মানে যারা লেখেন।
তবে সেটা কখনো বেশি, কখনো কম-
সদা নির্ভরশীল পা চাটার ওপর।
শিল্পীদের একেক রকম রং-
তাই সাহস:
কম থেকে বেশি,
আবার বেশি থেকে কম।
এরা চাটুকারের মতো জুতো চাটে না,
চাটে হাতের তালু।
আমার সাহস চিরস্থায়ী,
তাই যেকোনো প্রভাবশালীর থেকে অনেক অংশে কম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৬/২০২৩সুন্দর!
-
আলমগীর সরকার লিটন ১৯/০৬/২০২৩সাহস আর দুঃসাহস দুই কালেগভীরে ভেসে যাচ্ছে কবি দা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০৬/২০২৩বিচিত্র সাহসের প্রকাশ।
-
অভিজিৎ হালদার ১৮/০৬/২০২৩বেশ অন্যরকম ভাবনার বহিঃপ্রকাশ। খুব ভালো চেতনার পতাকা উড়ছে এই শব্দের ভিতর।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৬/২০২৩বেশ
-
ফয়জুল মহী ১৮/০৬/২০২৩সুলিখিত,
খুবই সুন্দর