ঝামেলা
তোমার ঝামেলা তোমার,
আমার ঝামেলা আমার।
একে তো নিজের জ্বালায় জ্বলছি,
তারপরে অপরের জ্বালা-
কাটা ঘায়ে নুনের ছিটে।
তাই সমাজে থাকলেও সমাগমে থাকতে নেই-
সমাগমে থাকলেই বয়ে বেড়াতে হয় ঝামেলা।
তাই সামাজিক হওয়া পাপ,
তা বলে আমি কারোকে অসামাজিক হতে বলছি না!
সমাজে থাকো
কিন্তু নিজের মধ্যে সমাজকে রেখো না।
আমার ঝামেলা আমার।
একে তো নিজের জ্বালায় জ্বলছি,
তারপরে অপরের জ্বালা-
কাটা ঘায়ে নুনের ছিটে।
তাই সমাজে থাকলেও সমাগমে থাকতে নেই-
সমাগমে থাকলেই বয়ে বেড়াতে হয় ঝামেলা।
তাই সামাজিক হওয়া পাপ,
তা বলে আমি কারোকে অসামাজিক হতে বলছি না!
সমাজে থাকো
কিন্তু নিজের মধ্যে সমাজকে রেখো না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/০৬/২০২৩বেশ ভালো!
-
অভিজিৎ হালদার ১৮/০৬/২০২৩ভালো ভাবনাময় লেখা।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৬/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৬/২০২৩দারুণ একটা লেখা পড়লাম।
শুভকামনা রইল।