কথা
এই সমাজ বড় সাংঘাতিক জায়গা-
কে কি চিন্তা নিয়ে ঘুরে বেড়ায় কে জানে!
সব কথা সকলের কাছে বলতে নেই-
কথার মাপ থাকলেও তার পরিধি বাক্যে মাপা যায় না।
সকলের সব কথা ধরতে নেই-
কথায় ধার না থাকলেও তার প্যাঁচ বাক্যে ধরা যায় বৈকি।
সমাজ থেকে আলাদা হয়ে বাঁচা দায়।
শেষ পর্যন্ত মানুষকে সমাজের সাথে চলতে হয় খাপ খাইয়ে।
দেখে শেখো,
থেকে শেখো,
কিন্তু কখনো অন্যকে শেখাতে যেও না।
অন্যকে শেখাতে গেলেই মরবে।
কেউ শেখাতে এলে তাকে পাত্তা দিও না।
পাত্তা দিলেই কাদায় পড়বে।
কথা ধরে রাখো
মাইথন বাঁধ যেমন জল ধরে রাখে।
সময় সুযোগ বুঝে ছেড়ো।
কে কি চিন্তা নিয়ে ঘুরে বেড়ায় কে জানে!
সব কথা সকলের কাছে বলতে নেই-
কথার মাপ থাকলেও তার পরিধি বাক্যে মাপা যায় না।
সকলের সব কথা ধরতে নেই-
কথায় ধার না থাকলেও তার প্যাঁচ বাক্যে ধরা যায় বৈকি।
সমাজ থেকে আলাদা হয়ে বাঁচা দায়।
শেষ পর্যন্ত মানুষকে সমাজের সাথে চলতে হয় খাপ খাইয়ে।
দেখে শেখো,
থেকে শেখো,
কিন্তু কখনো অন্যকে শেখাতে যেও না।
অন্যকে শেখাতে গেলেই মরবে।
কেউ শেখাতে এলে তাকে পাত্তা দিও না।
পাত্তা দিলেই কাদায় পড়বে।
কথা ধরে রাখো
মাইথন বাঁধ যেমন জল ধরে রাখে।
সময় সুযোগ বুঝে ছেড়ো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১২/০৬/২০২৩Bess valo
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০২৩সুচিন্তা।
-
ফয়জুল মহী ১০/০৬/২০২৩অসাধারণ ।
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৬/২০২৩যথার্থ!