পোকা ও অন্যান্য
১) পোকা
স্ত্রী। বেগুনটা পুরো পোকায় ধরা। দেখে কেনোনি?
স্বামী। আস্ত বেগুনের ভিতরে চোখ মেলে কিভাবে দেখবো!
২) পাকা
তিন রকমের পাকা হয়।
বাংলা মিডিয়াম-এর ছাত্রছাত্রীরা গাছ পাকা।
ইংলিশ মিডিয়াম-এর ছাত্রছাত্রীরা এঁচোড়ে পাকা।
আর ইন্টারন্যাশনাল স্কুল-এর ছাত্রছাত্রীরা কার্বাইড-এ পাকা।
৩) চরিত্র
স্ত্রী। শাড়ী পরা দেখলেই মেয়েদের চরিত্র সহজে বোঝা যায়।
স্বামী। আজকালকার কটা মেয়ে শাড়ী পরে তোমার মতো?
সকলকে দেখি জিন্স আর টপ পরতে।
স্ত্রী। বিশেষ বিশেষ দিনে তারা শাড়ী পরে।
স্বামী। আচ্ছা, আমরা ছেলেরা তো কখনো ধুতি পরি না,
তাহলে আমাদের চরিত্র বুঝবে কী করে?
স্ত্রী। আমার স্পষ্ট মনে আছে সেই বিয়ের দিন তুমি ধুতি পরেছিলে।
কী সুন্দর দেখাচ্ছিল তোমাকে!
স্বামী। পরিস্থিতির চাপে পড়ে ওটা খুলে পুরো লুঙ্গির মতো হয়ে গেছিলো।
৪) হিসাব
স্ত্রী। তুমি কী কলঘরে বসে হিসাব করছো?
এত দেরি হচ্ছে কেন?
স্বামী। হিসাব করছি বিয়ের আগে কতজন আমাকে প্রস্তাব দিয়েছিল
আর আমি কতজনকে প্রস্তাব দিয়েছিলাম।
স্ত্রী। সর্বনাশ! তুমি আজ পর্যন্ত আমাকে কোনো প্রস্তাবই দাওনি।
স্বামী। এখন হিসাব করছি পকেটে কত টাকা ছিল আর কত পড়ে আছে!
স্ত্রী। বেগুনটা পুরো পোকায় ধরা। দেখে কেনোনি?
স্বামী। আস্ত বেগুনের ভিতরে চোখ মেলে কিভাবে দেখবো!
২) পাকা
তিন রকমের পাকা হয়।
বাংলা মিডিয়াম-এর ছাত্রছাত্রীরা গাছ পাকা।
ইংলিশ মিডিয়াম-এর ছাত্রছাত্রীরা এঁচোড়ে পাকা।
আর ইন্টারন্যাশনাল স্কুল-এর ছাত্রছাত্রীরা কার্বাইড-এ পাকা।
৩) চরিত্র
স্ত্রী। শাড়ী পরা দেখলেই মেয়েদের চরিত্র সহজে বোঝা যায়।
স্বামী। আজকালকার কটা মেয়ে শাড়ী পরে তোমার মতো?
সকলকে দেখি জিন্স আর টপ পরতে।
স্ত্রী। বিশেষ বিশেষ দিনে তারা শাড়ী পরে।
স্বামী। আচ্ছা, আমরা ছেলেরা তো কখনো ধুতি পরি না,
তাহলে আমাদের চরিত্র বুঝবে কী করে?
স্ত্রী। আমার স্পষ্ট মনে আছে সেই বিয়ের দিন তুমি ধুতি পরেছিলে।
কী সুন্দর দেখাচ্ছিল তোমাকে!
স্বামী। পরিস্থিতির চাপে পড়ে ওটা খুলে পুরো লুঙ্গির মতো হয়ে গেছিলো।
৪) হিসাব
স্ত্রী। তুমি কী কলঘরে বসে হিসাব করছো?
এত দেরি হচ্ছে কেন?
স্বামী। হিসাব করছি বিয়ের আগে কতজন আমাকে প্রস্তাব দিয়েছিল
আর আমি কতজনকে প্রস্তাব দিয়েছিলাম।
স্ত্রী। সর্বনাশ! তুমি আজ পর্যন্ত আমাকে কোনো প্রস্তাবই দাওনি।
স্বামী। এখন হিসাব করছি পকেটে কত টাকা ছিল আর কত পড়ে আছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০৬/২০২৩প্রাণ আছে!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/০৫/২০২৩👍