বৌ
এই চাকরিটা বৌ পেয়েছিল।
আমায় বললো,
'সংসারে ছেলেদের পয়সাটা লাগে।
তুমি এই চাকরিটা করো,
আমি বাচ্চা সামলাবো'।
আমি চাকরি করতে করতে অফিসের বস হয়ে গেলাম-
মাথার ওপর মাথা গজালো।
ও তলিয়ে যেতে যেতে আশ্রয় নিলো রান্নাঘরে।
আমায় বললো,
'আমার সন্তান মানুষ হলেই আমার জীবন সার্থক'।
এই ভাবে কত বৌ তলিয়ে যায়,
তারপরে উঠে আসে মা হয়ে,
কে হিসাব রাখে!
নারীর এই স্বার্থত্যাগই সভ্যতার বুনিয়াদ।
আমায় বললো,
'সংসারে ছেলেদের পয়সাটা লাগে।
তুমি এই চাকরিটা করো,
আমি বাচ্চা সামলাবো'।
আমি চাকরি করতে করতে অফিসের বস হয়ে গেলাম-
মাথার ওপর মাথা গজালো।
ও তলিয়ে যেতে যেতে আশ্রয় নিলো রান্নাঘরে।
আমায় বললো,
'আমার সন্তান মানুষ হলেই আমার জীবন সার্থক'।
এই ভাবে কত বৌ তলিয়ে যায়,
তারপরে উঠে আসে মা হয়ে,
কে হিসাব রাখে!
নারীর এই স্বার্থত্যাগই সভ্যতার বুনিয়াদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ৩০/০৭/২০২৩সুন্দর ভাব্না
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৬/২০২৩অনন্য!
-
কে. পাল ৩১/০৫/২০২৩Best valo
-
আলমগীর সরকার লিটন ৩০/০৫/২০২৩সন্তান মানুষ করা কঠিন কাজ
-
ফয়জুল মহী ২৮/০৫/২০২৩অনন্য ভাবনার নান্দনিক সৃজন