এঁটো ও গাল
১) এঁটো
মুখের এঁটো কারোকে দেয়!
ও ভিখারী বলে কী মানুষ নয়!
মানুষের এঁটো কেবল কুকুরে খায়-
উচ্ছিষ্ট ভোজী বলে নয়-
মানুষের সততা তার কাছে দায়বদ্ধ তাই।
কুকুর মানুষেরই প্রকারভেদ...
ভিখারীকে সে বলে, 'মানুষের কাছে হাত পেতো না'।
মানুষকে সে বলে, 'অমানুষের মতো মাথা নত করো না'।
২) গাল
যে বোকা
কেবল সে গাল দেয়।
যে চালাক
সে তাকে রাগিয়ে দিয়ে
চুপ করে বসে থাকে।
বোকা লোক ফেঁসে যায়।
চালাক লোকে তাকে ফাঁসিয়ে দেয়।
বোকাকে সমাজ বোকা বলে।
চালাককে সমাজ গুণী বলে।
সমাজ হল সবথেকে বড় বোকা,
তাই কুটিল লোককে সে ঠাঁই দেয়
আর সরল লোক ভেসে যায় অজানায় গঙ্গায়।
আমি সমাজকে ঘৃণা করি
কারণ আমার চোখে সে সামাজিক নয়।
আমি কুটিলকে ঘৃণা করি
কারণ সে সোজা পথে না চলে,
বাঁকা পথে চলে।
আমি সরলকে ভালোবাসি,
তাই তাকে বলি,
'কুটিলের কথায় কান দিও না
আর সমাজ থেকে দূরে থাকো'।
মুখের এঁটো কারোকে দেয়!
ও ভিখারী বলে কী মানুষ নয়!
মানুষের এঁটো কেবল কুকুরে খায়-
উচ্ছিষ্ট ভোজী বলে নয়-
মানুষের সততা তার কাছে দায়বদ্ধ তাই।
কুকুর মানুষেরই প্রকারভেদ...
ভিখারীকে সে বলে, 'মানুষের কাছে হাত পেতো না'।
মানুষকে সে বলে, 'অমানুষের মতো মাথা নত করো না'।
২) গাল
যে বোকা
কেবল সে গাল দেয়।
যে চালাক
সে তাকে রাগিয়ে দিয়ে
চুপ করে বসে থাকে।
বোকা লোক ফেঁসে যায়।
চালাক লোকে তাকে ফাঁসিয়ে দেয়।
বোকাকে সমাজ বোকা বলে।
চালাককে সমাজ গুণী বলে।
সমাজ হল সবথেকে বড় বোকা,
তাই কুটিল লোককে সে ঠাঁই দেয়
আর সরল লোক ভেসে যায় অজানায় গঙ্গায়।
আমি সমাজকে ঘৃণা করি
কারণ আমার চোখে সে সামাজিক নয়।
আমি কুটিলকে ঘৃণা করি
কারণ সে সোজা পথে না চলে,
বাঁকা পথে চলে।
আমি সরলকে ভালোবাসি,
তাই তাকে বলি,
'কুটিলের কথায় কান দিও না
আর সমাজ থেকে দূরে থাকো'।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৭/২০২৩অনুপম সুন্দর
-
কে. পাল ১২/০৬/২০২৩Valo
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৫/২০২৩একদম অসামান্য!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৬/০৫/২০২৩বেশ ভালো